ঝাড়খণ্ডে হারা নিয়ে মোদিকে তোপ দিলেন স্বস্তিকা, বললেন জঙ্গলবাসীরা জঙ্গলে মঙ্গল করেছেন

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড। মাত্র দু মাসের মধ্যে দু দুটি রাজ্যে জোট শিবিরে উড়ে গেল গোরুয়ারা। একি চাট্টিখানি কথা। এমনিতেই মহারাষ্ট্র ছাড়তে নারাজ ছিল বিজেপি, কিন্তু তা সত্ত্বেও ছাড়তে বাধ্য় হয়েছে। তারওপরে যোগ হয়েছে ঝাড়খণ্ড। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীত্ব পদ ছেড়ে দিতে একেবারে নারাজ ছিল কিন্তু বাধ্য হয়েই কংগ্রেস ও জেএমএম-এর কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। রাজ্যে উন্নয়ন নেই তাই তো কখনই রাজ্যবাসী আবার মসনদে চায়নি রঘুবর দাসকে।

২৫টি আসন কোনোক্রমে বাগালেও একেবারে ছক্কা হাঁকিয়ে বেরিয়ে গেছে জোট শিবির। আর তাই ২১ থেকে ১৬য় গিয়ে ঠেকেছে বিজেপির ফলাফল। আর এই হারকে নিয়ে মোদীকে তোপ দাগলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। আগে থেকেই সমস্ত বুথ ফেরত সমীক্ষা একপ্রকার নিশ্চিত করে দিয়েছিল যে এবার ঝাড়খণ্ডের রাশ হাতছাড়া হচ্ছে বিজেপির। তাই সোমবার ফলাফলের খবর প্রকাশ্যে আসতেই ফেসবুকে স্বস্তিকা মুখোপাধ্য়ায় পোস্ট লিখে বলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা… জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন”799618 swastika mukherjee 5

তবে বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী যেমন যেকোনো ইস্যুকে নিয়ে নিজের মন্তব্য প্রকাশ্যে আনতে পিছপা হননা ঠিক তেমনি। সোজাভাষায় সবকিছু বুঝিয়ে দিতেও ভালোই পারেন। তাই এবার রাজনৈতিক অস্যুকে কেন্দ্র করে মোদীকে তোপ দাগতেও ছাড়লেন না। যদিও স্বস্তিকার এই মন্তব্যকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, একদিকে তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

কিন্তু বিজেপির সমর্থকরা তাঁর মন্তব্যকে ব্যাপক ভাবে কটাক্ষও করেছেন। যদিও এই প্রথমবার নয়। কারণ এর আগে নাগদরিকত্ব ইস্যুতে মোদীকে তোপ দেগেছিলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। তবে শুধু যে মোদীই তাঁর নিশিনায় এমনটা কিন্তু নয়। কারণ, লোকসভা নির্বাচনের সময় অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকেও কটাক্ষ করেছিলেন তিনি। অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে যে এভাবে গোহারন হার বিজেপির হবে তা বোধহয় ঘুনাক্ষরে টের পায়নি।

কিন্তু গননা যতই এগিয়েছে ততই ভোট গিয়ে পড়েছে জোট শিবিরের বাক্সে। আর ততই জয়ের আশা ক্ষীণ হয়ে এসেছে। যদিও হারের পিছনে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নকেই দেখা হচ্ছে। কারণ এমনিতেই সদ্য এই আইন নিয়ে যেভাবে উত্তপ্ত হয়েছে দেশ তার মাঝেই নির্বাচন হয়েছে আর তাতে যে বড় প্রভাব পড়েছে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পর্কিত খবর