“তুমি, তুমিই দায়ী…”, দীর্ঘ ৬ বছরের প্রেম, এত বছর পর জিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক : বিনোদুনিয়ায় সম্পর্কের উত্থান পতন চলতেই থাকে। বহু বছরের সম্পর্কও আচমকা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আবার একাধিক সম্পর্কে জড়ানোর জন্যও সমালোচনার মুখে পড়েন বহু তারকা। তবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এমন একজন অভিনেত্রী, যিনি বরাবরই স্পষ্ট কথায় স্বীকার করেছেন নিজের সম্পর্কগুলির কথা। আর এবার একসময়ের প্রাক্তন প্রেমিক জিৎকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা (Swastika Mukherjee)।

জিতের সঙ্গে প্রেম ভাঙা নিয়ে মুখ খুললেন স্বস্তিকা (Swastika Mukherjee)

বরাবর স্পষ্টবাদী হিসেবেই পরিচিত স্বস্তিকা (Swastika Mukherjee)। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ভাবেই কথা বলতে দেখা যায় তাঁকে। সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো নামী তারকাদের সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন স্বস্তিকা। তবে বিচ্ছেদের পরে এখনো তাঁদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। এ বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে স্বস্তিকাকেও (Swastika Mukherjee)। তবে জিৎকে নিয়ে সেভাবে কখনো কথা বলতে শোনা যায়নি তাঁকে। এবার এক সাক্ষাৎকারে স্বস্তিকা বললেন, জিতের সঙ্গে সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য তাঁর মেয়ে আজও তাঁকেই দায়ী করে।

Swastika mukherjee opened up about relationship with jeet

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা নায়িকা: সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে খুল্লমখুল্লা ভাবে কথা বলতে দেখা গিয়েছে স্বস্তিকাকে (Swastika Mukherjee)। তিনি স্পষ্টই জানান, এখনো পর্যন্ত ৬ টা সম্পর্কে জড়িয়েছেন। আর প্রত্যেকটাই ‘পোক্ত’ প্রেম। তিনি আরো বলেন, সংখ্যার দিক দিয়ে ৬ টা সম্পর্ক কোনো ব্যাপারই নয়। এমনকি তাঁর এও ইচ্ছা আছে, ৫০ ছুঁয়ে ফেলার আগে আরো একগুচ্ছ প্রেম করবেন। এরপরেই জিৎকে নিয়ে মুখ খোলেন স্বস্তিকা (Swastika Mukherjee)।

আরো পড়ুন : সেনা ক্যান্টনমেন্ট গুঁড়িয়ে দেওয়ার হুমকি! উত্তাল বাংলাদেশে নির্বাচন নিয়ে কী জানালেন সেনাপ্রধান?

জিৎকে নিয়ে কী বললেন: কোনো আড়াল না রেখেই তিনি বলেন, জিতের সঙ্গে ৬ বছর সম্পর্কে ছিলেন তিনি। বিশেষ করে অভিনেত্রীর মেয়ে তাঁর খুব কাছের ছিল। এরপরেই স্বস্তিকা (Swastika Mukherjee) বলেন, ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার জন্য তাঁর মেয়ে এখনো তাঁকেই দায়ী করেন। স্বস্তিকার (Swastika Mukherjee) কথায়, “আমাকে বলে, ‘তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না পাওয়ার ব্যাপারে। উফ, এত সুন্দর দেখতে একটা মানুষ…’।”

আরো পড়ুন : ভারতীয় সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ! মার্কিন প্রশাসনে “কান ভারী” করল কে?

এখানেই না থেমে আরো এক অজানা কথা শেয়ার করেন স্বস্তিকা। তিনি বলেন, তাঁর মেয়ের মতো তাঁর মা এবং বোন-ও জিতের পক্ষেই ছিলেন। পরে নিজের বিয়েতে নাকি তাঁদের আমন্ত্রণও জানিয়েছিলেন জিৎ। অভিনেত্রীর মা এবং বোন গিয়েছিলেন অনুষ্ঠানে! এসে নাকি আবেগে কেঁদে ফেলেছিলেন তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর