‘শাহজাহান রিজেন্সি’র জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় স্বস্তিকার নাম, প্রত্যাখ্যান স্বস্তিকার

বাংলাহান্ট ডেস্ক: বরাবরই ঠোঁটকাটা বলে ‘দুর্নাম’ রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। পরিষ্কার জিনিসটা সোজাসাপটা ভাবেই বলা পছন্দ করেন তিনি। এর জন্য বহুবার সমালোচিত হলেও সেসবে কোনও পাত্তা দেননি অভিনেত্রী। সম্প্রতি ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন স্বস্তিকা। সিনেমার সমাবর্তন অনুষ্ঠান BFJAর সেরা সহ অভিনেত্রীর নমিনেশন তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন স্বস্তিকা। এই তালিকা যে তিনি মানেন না তাও সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।

সৃজিত মুখার্জির জনপ্রিয় ছবি ‘শাহজাহান রিজেন্সি’তে তাঁর চরিত্রের জন্য সেরা সহ অভিনেত্রীর জন্য মনোনীত হয়েছেন স্বস্তিকা। এতেই আপত্তি জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কাউকে সাপোর্ট করেননি। তাই সহ অভিনেত্রী হিসাবে তাঁর নাম মনোনীত হওয়ার কোনও মানে নেই। এই সুখবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন খোদ ছবির পরিচালক সৃজিতও। এতে অভিনেত্রীর রাগ বেড়েছে বই কমেনি। পরিচালকের পোস্ট শেয়ার করে মনোনয়ন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন স্বস্তিকা।

অভিনেত্রী আরও লেখেন, ‘সবকিছুই আমাদের দেশে একটা রসিকতার পর্যায়ে চলে গিয়েছে। আমার কথায় আপনাদের সংগঠনের আঁতে ঘা লাগতে পারে, তাই যদি আপনাদের কোনও উদ্দেশ্য থাকে আমাকে পুরস্কৃত করার তাহলে তা থেকে বিরত থাকুন’।

c1466dbe8c5155071e063cea1adcdd08

ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সিনেমার সমাবর্তন অনুষ্ঠান। এই নিয়ে চতুর্থ বছরে পড়ল এই অনুষ্ঠান। এই বছর বেশ কয়েকটি বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছে শাহজাহান রিজেন্সির নাম। সেরা গায়কের জন্য মনোনীত হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া’ গানটির জন্য সেরা গীতিকারের মনোনয়ন পেয়েছেন দীপাংশু আচার্য। ‘বোলো না’র জন্য মনোনীত হয়েছেন ঋতম সেন। সেরা সংগীত পরিচালক হিসাবে মনোনীত হয়েছেন অনুপম রয় ও সেরা গায়িকার জন্য মনোনয়ন পেয়েছেন মোনালি ঠাকুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর