বাংলাহান্ট ডেস্ক: মানুষ প্রেমে পড়ে, প্রেম ভাঙে। সম্পর্কের ভাঙাগড়ার খেলা চলতেই থাকে। তারকাদের জীবনেও আসা যাওয়া করে প্রেম। অনেকে বারে বারে প্রেমে পড়েন, সম্পর্ক ভাঙে, নতুন সম্পর্কে জড়ান। প্রাক্তনদের সঙ্গে মন কষাকষি থাকে অনেকেরই। এদিক থেকে ব্যতিক্রম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। প্রাক্তন প্রেম প্রাক্তনের জায়গায়, আর বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। সেখান থেকেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee) বিশেষ বার্তা দিলেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স= প্রেম’ (X=Prem)। প্রাক্তন প্রেম, বন্ধুত্বকে নতুন মোড়কে বেঁধেছেন পরিচালক। ছবি দেখার পরেই সৃজিতের জন্য এল তাঁরই প্রাক্তন স্বস্তিকার বার্তা। দুজনের প্রেমের চর্চা এক সময়ে হট টপিক ছিল টলিপাড়ার। সে প্রেম ভেঙেও যায় পরে।
তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। সে সব অবশ্য অনেক দিন আগেকার কথা। তিক্ততা আর নেই সৃজিত স্বস্তিকার মধ্যে। পরিচালকের ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এবার ‘X= প্রেম’ দেখার পর সৃজিতের জন্য বার্তা দিলেন স্বস্তিকা।
সৃজিত ও পরিচালক সত্রাজিৎ সেনের সঙ্গে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘x = prem + বন্ধুত্ব + ইত্যাদি। (একটি ছেলে আর একটি মেয়ে কখনো বন্ধু হতে পারে না, এসব বাজে কথা আমরা বিশ্বাস করি না।) প্রেম থাকুক, সে x-y-z হোক না কেন। সৃজিত মুখোপাধ্যায় এমনি সুন্দর সুন্দর গল্প বলতে থাকো।’
x = prem + বন্ধুত্ব + ইত্যাদি
(Ek ladka aur ladki kabhi dost nahin ho sakte, eshob baje kawtha amra biswas korina)
প্রেম থাকুক, সে x-y-z হোক না কেন।
Keep saying such delightful stories @srijitspeaketh @satrajits ami beshi khatini, fb memories roj x=prem er proman diye jaye 😅 pic.twitter.com/mMOKPWTz5n— Swastika Mukherjee (@swastika24) June 4, 2022
স্বস্তিকার টুইট রিটুইট করে ধন্যবাদও জানিয়েছেন সৃজিত। প্রসঙ্গত, একে অপরের সঙ্গে সম্পর্কটা কখনোই স্বীকার করেননি সৃজিত স্বস্তিকা। ‘জাতিস্মর’ ছবির পর দুজনের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু দুই তারকার পুরনো চর্চিত প্রেম এখনো যথেষ্ট আলোচনার বিষয় টলিপাড়ায়।