‘কত ওষুধ খাই, তাও ঘুমাতে পারি না’, হঠাৎ কী হল স্বস্তিকার?

বাংলাহান্ট ডেস্ক : পুজোর ঠিক আগে বাবার স্মৃতিতে মন কেমন স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee)। বাবা সন্তু মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন বছর চারেক আগে। মা তাঁরও আগে। কিন্তু আজও স্বস্তিকার (Swastika Mukherjee) সমস্ত স্মৃতি জুড়ে রয়েছেন বাবা। পুজো শুরু হতে আর দিন দুয়েক। ছবির প্রচার, বাড়ির পুজো, চূড়ান্ত ব্যস্ততার মাঝেও বাবার স্মৃতি ভিড় করে এল তাঁর মনে। সোশ্যাল মিডিয়ায় মন কেমন করা পোস্ট শেয়ার করলেন স্বস্তিকা।

বাবার স্মৃতিতে মন ভার স্বস্তিকার (Swastika Mukherjee)

সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেছেন স্বস্তিকা (Swastika Mukherjee)। সেখানে তিনি লিখেছেন, ‘কাল রাতে ঘুম টা হঠাৎ ভেঙে গেলো। সেই চেনা গন্ধটা নাকে আসতেই উঠে পড়লাম। গন্ধটা পেয়ে জেগে গেছিলাম, নাকি জেগে গিয়ে গন্ধটা পেলাম ঠিক ঠাহর করতে পারলাম না। বাবা ষ্টুডিও থেকে বাড়ি ফিরলেই বাড়িটা যেমন ব্যস্ত হয়ে উঠত, কাল রাতে ঠিক তেমন টা হলো। আর সেই ঘাম, পারফিউম, ইউ ডি কোলন মেশানো গন্ধ টা বাড়ি ময় ঘুরপাক খাচ্ছিল।’

আরো পড়ুন : সত্যি ভালোবাসলে করে দেখাও! শর্ত রেখেছিলেন করিনা, স্ত্রীর জন্য শরীরে এই বদল ঘটান সইফ!

সোশ্যাল মিডিয়া পোস্টে কী লিখেছেন অভিনেত্রী

অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমি বালিশে মাথা রেখেই ভাবছি, আচ্ছা বাবা কী সত্যি বাড়ি ফিরেছে? মাসি কে ডেকে বলল, কি মামণি মাটি টা কেমন বালি বালি হয়ে আছে, সন্ধেবেলা ঠিক করে মুছিস নি? বাড়ি তে ঘট বসে গেছে, আবার ঝাঁট দিসনি তো? মাসি কী বলল সেটা শুনতে পেলাম না। তারপরই বাথরুম এ ঢুকলো বাবা, রোজ যেমন যেত পা ধুতে। জল পড়ার আওয়াজ ও পেলাম। ফুলকি পায়ে পায়ে ঘুরছিল বলে আবার ফুলকি কেও স্বভাববশত কত কিছু বলল। এমনি তে ফুলকি গলা দিয়ে নানান স্বর বের করে আদুরে ভাসায় কথা বলে, কিন্তু কাল রাতে বলল না, বা বলেছে হয়তো আমি শুনতে পেলাম না।’

আরো পড়ুন : ঈশানকে শেখাচ্ছেন মা দুগ্গার মাহাত্ম্য, ধর্মীয় চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে পুজোর প্ল্যান জানালেন নুসরত

বাড়িতে পুজো করেন অভিনেত্রী

স্বস্তিকা (Swastika Mukherjee) লিখেছেন, তাঁর বাড়িতে পুজো, সকাল সকালই উঠে পড়েছিলেন তিনি। তখনও বাবার চেনা গন্ধটা নাকে লেগে আছে। স্বপ্ন আর সত্যির দোলাচলে দুলছেন স্বস্তিকা। অভিনেত্রী লিখেছেন, ‘আমি তো ঘুমোচ্ছিলাম না, আমার পরিষ্কার মনে আছে, আমি চেয়ে ছিলাম। খালি কোনো একটা অজ্ঞাত কারণে পাশ ফিরিনি, উঠেও যায়নি। ঘরের দরজা খোলা, তাকালেই বাবা কে দেখতে পেতাম কিন্তু তাকালাম না। অথচ পাঞ্জাবির রং টা তো ঠিক মনে আছে।’

Swastika Mukherjee

বাড়িতে ঘরোয়া ভাবে দুর্গাপুজো করেন স্বস্তিকা। পুজোর কটা দিন মেয়ের কাছে থাকবেন বলেই কি বাড়ি ফিরলেন তাঁর বাবা, ভাবছেন অভিনেত্রী। তাঁর পোস্টে উপচে পড়েছে মন খারাপ। স্বস্তিকা লিখেছেন, যদি বাবা এসে ডাকেন, তিনি ভুলে গেছেন আর অপেক্ষা করেন না ভেবে যদি সাড়া না পেয়ে চলে যান, তাহলে তো আর দেখতে পাবেন না বাবাকে। এই ভয়ে ঘুমাতে পারেন না তিনি। ওষুধ খেয়েও ঘুম আসে না। স্বস্তিকার কথায়, বাবারা চলে গেলেই সব ছাই। সবার বাবারা ভালো থাকুন।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর