বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালে সম্প্রতি শামিল হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তৃণমূল বিরোধী হয়েও কেন তিনি এই অনুষ্ঠানে যোগদান করলেন সেই নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে এবং তার হাত থেকে চকলেট নিয়ে এখন ট্রোলিংয়ের শিকার তিনি। এতকিছুর মধ্যেও অবশ্য স্বস্তিকা নিজের অবস্থানেই অনড় রয়েছেন। তিনি জানিয়েছেন, সৌজন্যতা ও শিক্ষার খাতিরে তিনি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
তবে নানান তর্ক বিতর্ক প্রেক্ষিতে স্বস্তিকা নিজের ভাষায় সমালোচকদের উত্তর দেন। তারপর দেবাংশু ভট্টাচার্য স্বস্তিকা মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, “আপনি ট্র্যাপে পড়েছেন। যে কারণে আপনাকে হয়তো ক্ল্যারিফিকেশন নামাতে হল দ্বিতীয় বার। আপনি কি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন? না। আপনি কি তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন? না। আপনি কি কোন ইস্যুতের তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে কোনও মন্তব্য করেছেন? না। তারপরেও ঠিক কারা আপনাকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করছে? খোঁজ নিয়েছেন?”
এরপর ফেসবুক পোস্টে তিনি সরাসরি আক্রমণ করেন সিপিএম ও বিজেপির আইটি সেলকে। দেবাংশুর বক্তব্য, সাধারণ মানুষ নয়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে সিপিএম ও বিজেপি। শাসক বিরোধী দুই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেবাংশু লেখেন, “এরা সাধারণ মানুষ নয়, দুটি রাজনৈতিক দলের সম্মিলিত আইটি সেলের গ্রুপ। এদের কাজই হলো সোশ্যাল মিডিয়া জুড়ে peer pressure তৈরি করা।”
পাশাপাশি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লেখেন, আমরা কখনো শাসক বিরোধীদের আক্রমণ করি না। অথচ পুজো কার্নিভালে যাওয়ায় শাসকবিরোধীরা স্বস্তিকাকে আক্রমণ করছে। পাশাপাশি দেবাংশুর বক্তব্য যে এই ঘটনায় স্বস্তিকা যেন ভয় না পান।
দেবাংশুর এই পোষ্টের পাল্টা স্পষ্ট জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, “Shubho Bijoya Debangshu Bhattacharya Dev। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই আপনার কথাটাই থাক।ও হ্যাঁ আর একটা কথা, ভয় আমি পাইনা, সবসময় মুখ বুজে থাকতে ইচ্ছে করেনা, আমরা সব ব্যাপারেই ভাবি এটা আমি কেন বলব অন্য কেউ বলুক, আমার টা আমি নিজেই বুঝে নিতে prefer করি।”