শোভনকে লুকিয়ে এই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা! ফাঁস গোপন খবর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়াল জগতে এখন অন‍্যতম জনপ্রিয় নাম স্বস্তিকা দত্ত (swastika dutta)। বেশ কয়েক বছ‍র হয়েছে অভিনয় ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। যদিও বড়পর্দা দিয়েই অভিনয় জগতে প্রবেশ তাঁর তবে এই মুহূর্তে ছোটপর্দাতেই দেখা যাচ্ছে স্বস্তিকাকে। ‘রাধিকা’র বেশে সবাইকে মুগ্ধ করে রেখেছেন অভিনেত্রী।

অভিনয় ছাড়াও আরো একটি কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন স্বস্তিকা। আর তা হল গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে তাঁর টক মিষ্টি প্রেম। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে তাঁদের সম্পর্ক এখন আর কারোরই অজানা নয়। দুজনের খুনসুটি বেশ উপভোগ করে নেটিজেনরা।


তবে শোভনের সঙ্গে সম্পর্কে থাকলেও লুকিয়ে লুকিয়ে অন‍্য একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বস্তিকা, একথা কি জানতেন? আর সেই গোপন ক্রাশের কথা নিজেই সোশ‍্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জ্বলজ্বল করছে ক্রাশের ছবি।

কে সেই ক্রাশ জিজ্ঞাসা করছেন? না শোভন নন, তিনি হলেন অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা। দক্ষিণী ইন্ডাস্ট্রির এই অভিনেতার ফ‍্যান ফলোয়িং বেশ লম্বা চওড়া। আর স্বস্তিকাও তাদের মধ‍্যেই একজন। অভিনেতার জন্মদিন উপলক্ষে তাঁর একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্রাশ’।


প্রসঙ্গত, ২০১৫ সালে বনি কৌশানি অভিনীত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন স্বস্তিকা। এরপর একে একে ভজ গোবিন্দ ও বিজয়িনী সিরিয়ালে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। এই মুহূর্তে কি ক‍রে বলব তোমায় সিরিয়ালে রাধিকা চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্পর্কিত খবর

X