বাংলাহান্ট ডেস্ক: শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছে জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (dance bangla dance)। প্রতিযোগীদের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন সঞ্চালক অঙ্কুশ হাজরাও। টিআরপি তালিকায় স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র সিজন টু এর তুলনায় এগিয়ে ডিবিডি।
এবার ফের আরেকটি ধামাকাদার এপিসোড নিয়ে আসছে এই রিয়েলিটি শো। প্রতিযোগীরা তো থাকছেনই, তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলা টেলিভিশনের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীরা। যাদের মধ্যে রয়েছেন দিতিপ্রিয়া রায়, নীল ভট্টাচার্য্য (neel bhattacharya), স্বস্তিকা দত্ত (swastika dutta), রুবেল দাস, রোহন ভটাচার্যের মতো তারকারা। ইতিমধ্যেই ‘চল ছাঁইয়া ছাঁইয়া’র তালে দিতিপ্রিয়ার ডান্স পারফরম্যান্সের ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এবার নিখিল ওরফে নীলের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন রাধিকা ওরফে স্বস্তিকা। দুজনে একটি চ্যানেলের ভিন্ন ভিন্ন সিরিয়ালে কাজ করেছেন। এবার ডিবিডির দৌলতে এক ফ্রেমেও চলে এলেন দর্শকদের খুবই পছন্দের দুই অভিনেতা অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে নীলের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন স্বস্তিকা।
শোনা যাচ্ছে প্রত্যেক তারকার পারফরম্যান্সই এদিন তারিফ যোগ্য হয়েছে। প্রশংসা করেছেন প্রত্যেক বিচারক। এর আগে শোয়ের আরেক সঞ্চালক বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। বিক্রমকে নিজের ‘ক্রাশ’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তখন থেকেই তাঁর ডান্স বাংলা ডান্সে যাওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কী করে বলব তোমায়’। এই সিরিয়ালেই নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন স্বস্তিকা। সিরিয়াল শেষ হতে এখন নিজের দিকে অনেকটা বেশি নজর দিচ্ছেন অভিনেত্রী। অন্য রকম একটা লুক তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। উপরন্তু ওয়েব সিরিজেও এবার অভিষেক করতে চান বলে জানিয়েছেন স্বস্তিকা।