ইমনের পথেই হাঁটছেন ‘প্রাক্তন’ শোভন? স্বস্তিকার সঙ্গে সেরেই ফেললেন এনগেজমেন্ট! ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন ইমন চক্রবর্তীকে ভুলে নতুন শুরুর দিকে মন দিয়েছেন গায়ক শোভন গাঙ্গুলী (shovan ganguly)। অভিনেত্রী স্বস্তিকা দত্তর (swastika dutta) প্রেমে হাবুডুবু খাচ্ছেন এখন তিনি। অন্তত তাঁর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল তো তাই বলছে। শোভনের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল খুললেই চোখে পড়বে দুজনের মিষ্টি প্রেমের ছবি।

সম্প্রতি ফের একটি ছবি শেয়ার করেছেন শোভন। আর এই ছবি দেখেই গুঞ্জন তু্ঙ্গে উঠেছে নেটপাড়ায়। ছবিতে স্বস্তিকার আঙুলে জ্বলজ্বল করছে একটি হীরের আংটি। তবে কি ইতিমধ‍্যেই এনগেজমেন্ট সেরে ফেলেছেন শোভন স্বস্তিকা? এমনি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

IMG 20201222 180607
ছবির কমেন্টে স্বস্তিকা লিখেছেন, ‘স্টারবাকসে আমার প্রথম দিন’। উত্তরে শোভন লিখেছেন, ‘পেপার উইথ কফি, মনে আছে?’ এই ছবি এখন বেশ ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। তবে নিজেদের সম্পর্ক এখনো স্বীকার করতে রাজি নন স্বস্তিকা। শোভন নাকি তাঁর শুধুই ভাল বন্ধু।

https://www.instagram.com/p/CJFi451gavR/?igshid=1jgh0eawchqtl

এর আগে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। দুজনের মধ‍্যে বয়সের পার্থক‍্য ছিল যথেষ্ট। তবে এই বিষয়ে টলিপাড়ার প্রায় সকলেই অবগত ছিলেন। কিন্তু একসময় হঠাৎ করেই জানা যায় বিচ্ছেদ হয়ে গিয়েছে ইমন ও শোভনের। এই নিয়ে কেউ মুখ না খুললেও অনেকের বক্তব‍্য, শোভনের মা তাঁদের এই বয়সের ফারাক মেনে নেননি।

ইমন ইতিমধ‍্যেই নতুন সম্পর্কে জড়িয়ে শুরু করে দিয়েছেন বিয়ের তোড়জোড়। আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে কি প্রাক্তনের মতো শোভনও একই রাস্তায় হাঁটতে চলেছেন? প্রশ্নের উত্তর এখনো দেননি গায়ক।

অপরদিকে শোনা গিয়েছিল ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক ক্রুশাল আহুজার সঙ্গে সম্পর্কে রয়েছেন স্বস্তিকা। কিন্তু সম্প্রতি জানা যায় অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রুশাল। একসঙ্গে ছবিও শেয়ার করেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর