‘যৌনকর্মীদের বেঁচে থাকতে শুধু যৌনতাই তো প্রয়োজন’, মোমবাতি ইস‍্যুতে মোদীকে তীব্র কটাক্ষ স্বস্তিকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বক্তব‍্যে ক্ষুব্ধ টলিউড (tollywood) অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (swastika mukherjee)। দরিদ্র মানুষদের পক্ষে সওয়াল তুলে মোদীকে বিঁধেছেন তিনি। করোনা মোকাবিলায় রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার ডাক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন বিকেল ৫টার সময় সমগ্র দেশবাসীকে জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের ধন‍্যবাদ জানিয়ে ৫ মিনিট থালা, ঘন্টা ইত‍্যাদি বাজানোর আবেদন জানিয়েছিলেন তিনি।


এবার ফের একটি আর্জি রেখেছেন মোদী। আজ সকাল ৯টায় ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী আবেদন করেন আগামী রবিবার অর্থাৎ ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের আলো নিবিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল‍্যাশ জ‍্বালাতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই সবার পাশে রয়েছে এটা বোঝাতেই এই পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। মোদীর ভিডিওবার্তার পরেই টুইট করতে শুরু করেন তারকারা। অনেকে তাঁর এই পরিকল্পনার ভূয়সী প্রশংসা করলেও সম্পূর্ণ অন‍্যদিকে হেঁটেছেন স্বস্তিকা। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন, ‘দেশবাসীকে একত্রিত হওয়ার, অন্ধকার সময়ে একসঙ্গে থাকার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মানুষগুলো কোন শ্রেণীতে পড়ে? দেশ? দেশবাসী? যাদের ন‍্যূনতম খাবার, জল, টাকা পর্যন্ত নেই তারা কীভাবে মোমবাতির আলো দেখাবে? ওহ যৌনকর্মীদের বেঁচে থাকতে শুধু যৌনতাই তো প্রয়োজন হয়।’

এর সঙ্গে আরও একটি টুইট জুড়ে দিয়েছেন স্বস্তিকা। সেখানে একটি ছবির সম্পর্কে লেখা সোনাগাছির বাসিন্দা রিঙ্কি, টিনাকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এই লকডাউনে। সন্তানদের নিয়ে একটি ১০০ ফুটের বেঞ্চিতে পালা করে ঘুমোচ্ছে তারা। এরপর আরও একটি টুইটের মাধ‍্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন স্বস্তিকা।

স্বস্তিকা একা নন, বলিউডে অভিনেত্রী তাপসী পন্নুও কটাক্ষ করেছেন মোদীর বক্তব‍্যের। একটি টুইটে তিনি লেখেন, নতুন কাজ পেয়েছি। তাঁর এই টুইটের পরেই আলোচনা সমালোচনার ঝড় ওঠে সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X