বাংলাহান্ট ডেস্ক: টলিউড হোক অথবা বলিউড (Bollywood)। এই অভিনেত্রী মাতিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রি। নারী হোক অথবা পুরুষ এই অভিনেত্রীর রূপে মুগ্ধ সকলেই। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেত্রী বয়স ৪০ পার হলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই। নারীর তুলনায় পুরুষ ভক্তই বেশি অভিনেত্রীর। বরাবরই বোল্ড লুকে দর্শকদের সামনে ধরা দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।
কখনও শরীর নিয়ে তো কখনও আবার পোষাক নিয়ে বিতর্কে জড়ান অভিনেত্রী। কিন্তু এই সমস্ত বিষয়কে থোরাই কেয়ার করে নিজেকে নিয়ে এবং মেয়েকে নিয়ে যথেষ্ট ব্যস্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝেমধ্যেই তুলে নানান বিষয় তুলে ধরেন নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায়। মাত্র কয়েকদিন আগেই নব বধূর সাজে ভক্তদের সামনে ধরা দিয়েছিলেন তিনি। আর এবার তিনি তুলে ধরলেন বেশ কিছু প্রশ্ন।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর সরাসরি প্রশ্ন, ‘আমাকে একটু কেউ বলতে পারবেন গরুকে জড়িয়ে ধরার ব্যাপারটা আসলে কি’? অভিনেত্রীর আরও সংযোজন,’আমার গরু বেশ ভালই লাগে। বিশেষ করে তাদের চোখগুলি হয় অসাধারণ। তবে আমি বুঝতে পারছি না হঠাৎ করে গরুকে জড়িয়ে ধরতে বলা হলো কেন। আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন’।
Can someone enlighten me with what is going on with hugs and cows and buffaloes ? I find both cute, especially their eyes but I am sure it’s not about being cute. I am also sure I have missed the plot. Pls tell me
— Swastika Mukherjee (@swastika24) February 9, 2023
প্রেম দিবসের দিন প্রেমিক বা প্রেমিকাকে নয় গরুকে আলিঙ্গন করার বার্তা দিয়েছিল কেন্দ্র। প্রস্তাব দেওয়া হয়েছিল ‘কাউ হাগ ডে’ পালনের। এর কারণ হিসেবে জানানো হয় গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে। খুশি থাকবে মন। এছাড়াও জানানো হয়, ভারতীয় সংস্কৃতির অন্যতম মেরুদন্ড হলো গরু। সে কারণে পাশ্চাত্য ভাবধারা থেকে দেশবাসীকে সরিয়ে আনতে গরু আলিঙ্গন দিবস পালন করার কথা জানিয়েছিল কেন্দ্র সরকার।
এর পরেই প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে। অবশেষে নির্দেশিকা প্রত্যাহার করে নেয় পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণী কল্যাণ পর্ষদ। সাফ জানিয়ে দেওয়া হয় প্রেম দিবসের দিন পালন করা হচ্ছে না গরু আলিঙ্গন দিবস। আর এইসবের মাঝেই এবার গরু আলিঙ্গন দিবস কি তা নিয়ে প্রশ্ন তুললেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।