মা-বাবার মৃত‍্যুর পরেই এঁরাই ‘মানুষ’ করছেন স্বস্তিকাকে, নারী দিবসে দুই মহিলাকে কুর্নিশ অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে (international women’s day) নিজের জীবনের দুই অপরিহার্য মানুষকে সম্মান জানালেন স্বস্তিকা মুখার্জি (swastika mukherjee)। তাঁর বাড়ির কর্ত্রীই বলা যায় এই দুজনকে। মাসী ও পুতুল দি, স্বস্তিকার বাড়ির এই দুজন পরিচারিকাই কার্যত সমস্ত ঝড় ঝাপটা সামলে ‘মানুষ’ করেছেন তাঁকে।

গত বছরের শুরুর দিকেই বাবা সন্তু মুখার্জিকে হারিয়েছেন স্বস্তিকা। মা চলে গিয়েছেন আগেই। তারপর থেকে মাসী আর পুতুল দিই যন্ত করে সামলে রেখেছেন তাঁকে। এই দুজনের উপরেই সমস্ত বাড়ির ভারটা দিয়ে নিশ্চিন্ত থাকেন তিনি। আর সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে সামলেও আসছেন মাসী ও পুতুল দি। শুধু স্বস্তিকা নয়, অভিনেত্রীর মেয়ে অন্বেষা, তাঁর পোষ‍্য সবাইকেই সামলান তাঁরা‌।

FB IMG 1615288673159

FB IMG 1615288878381
তাই নারী দিবসে এই দুজনকে কুর্নিশ জানালেন স্বস্তিকা। মাসী আর পুতুল দির সঙ্গে ছবি শেয়ার করে একটি লম্বা পোস্ট করেছেন তিনি। তিনি লেখেন, ‘⁃ মাসি, দুটো রুটি দাও তো
– পুতুলদি, কাল একটু ঢ্যাঁড়স সেদ্ধটা করে দিও সকালে
– মাসি, আমার গোলাপি ব্লাউজটা কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না
– পুতুলদি, বৃষ্টি হচ্ছে… খিচুড়ি করবে গো?
সোজা পথে হোঁচট না খেয়ে এগোনোর জন্য নিজের ডানদিক বামদিকটা ঠিক থাকাটা ভীষণ জরুরি।

FB IMG 1615288872893FB IMG 1615288883292

আমার ডানদিকে মাসি, বামে পুতুলদি।
তুলোয় করে রাখে আমায়, আমার মেয়ে আর ফুলকি কে। দিনের হাজার একটা চিন্তা মানি ট্রান্সফারের মত ওদের ঘাড়ে ফেলে দি। ঝগড়া হয়, গজগজ করে… তাও জানি দিনের শেষে মুখের সামনে ভাত ডালটা আদরের ঘি চপচপে চামচে ওরাই এগিয়ে দেবে।

FB IMG 1615288681280
মা বাবা ফাঁকি দিয়ে চলে যাওয়ার পর স্বস্তিকাকে বকাঝকা করার মানুষ বোধহয় এই দুজনই। মাঝেমাঝে ইচ্ছে করে ভুল করি বকাটুকু খাবো বলে। ওটাই ওদের মেনুর সেরা ডিশ। নারী দিবসে গাল ভরা কথা লিখতে পারবো না। তবে এই দুজনের কথা বলতেই পারি যারা আমার চোখে extraordi-নারী!’


Niranjana Nag

সম্পর্কিত খবর