বাংলাহান্ট ডেস্ক: ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মাধ্যমে বেশি সুদ পেতে চান? হ্যাঁ, এমনটা করা সম্ভব। এর জন্য ফিক্সড ডিপোজিট ব্যবহার করে বিনিয়োগ করতে হবে। কিন্তু ফিক্সড ডিপোজিট মানে তো স্থায়ী আমানত, একটি নির্দিষ্ট সময়ের আগে সেখান থেকে টাকা তোলা যায় না। তাহলে কী ভাবে হবে? এই প্রতিবেদনে সেই সুবিধার কথাই আপনাকে জানাবো।
ফিক্সড ডিপোজিট থেকে বেশি সুদ পাওয়ার জন্য সুইপ ইন (Sweep In) বলে একটি পরিষেবা রয়েছে। প্রায় প্রতিটি ব্যাঙ্কই এই পরিষেবা দিয়ে থাকে। এই পরিষেবার অধীনে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা রেখে আপনার বিদ্যমান অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিটের সুদের হার নিতে পারেন। আপনার সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ সুদের হার পাবেন।
সুইপ ইন ফিক্সড ডিপোজিট সুবিধার মাধ্যমে আপনি যে সুদের হার পাবেন তা সাধারণ ফিক্সড ডিপোজিটের সুদের হারের সমান। কিন্তু এই টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখার সুবিধা রয়েছে। কারণ এই সুদের অর্থ ব্যবহার করায় কোনও বাধা নেই। অর্থাৎ কোনও টর্ক নেই। বর্তমানে ব্যাঙ্কগুলিতে ৭ থেকে ৯ শতাংশ অবধি হারে সুদ দেওয়া হচ্ছে।
বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যদিকে, ছোট ফাইন্যান্স ব্যানকগুলি ৯ শতাং পর্যন্ত হারে সুদ দিচ্ছে গ্রাহকদের। সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও সেটি ফিক্সড ডিপোজিটে স্থানান্তরিত করা হয়। এর ফলে আপনি সুদও অনেক বেশি পাবেন এবং টাকা তুললেও কোনও জরিমানা দিতে হবে না। কারণ এটি ফিক্সড ডিপোজিটে আটকে থাকছে না।
একইসঙ্গে আপনি যখন খুশি এই টাকা তুলে নিতে পারেন। এর জন্য ফিক্সড ডিপোজিট ভাঙানোর কোনও প্রয়োজন নেই। রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নিয়ন্ত্রিত যে কোনও ব্যাঙ্কেই এই সুবিধা পাওয়া যায়। দেশের সব স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC, ICICI ইত্যাদি ব্যাঙ্কগুলি এই পরিষেবা দেয়। বেশ কিছু ব্যাঙ্ক আবার স্বয়ংক্রিয় সুইপ ইনের সুবিধাও দেয়।