বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবির জগতের হাল খারাপ। ১-২ কোটি টাকার ব্যবসা করতেই যেখানে কালঘাম ছুটে যায় বাংলা ছবির নির্মাতাদের, সেখানে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev) জুটির ‘প্রজাপতি’ (Projapoti) অবলীলায় তুলে নিয়েছে ১০ কোটি। এক দু সপ্তাহ চলতে না চলতেই বেশিরভাগ বাংলা ছবি সরিয়ে নেওয়া হয় প্রেক্ষাগৃহ থেকে। কিন্তু প্রজাপতি এক্ষেত্রেও ব্যতিক্রম। ১০০ দিন পেরিয়ে গেলেও বক্স অফিসে রাজত্ব করছে এই ছবি।
গত বছর ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রজাপতি। এই প্রথম কোনো ছবিতে একত্রে জুটি বেঁধেছেন দেব মিঠুন। ছেলে এবং বাবার ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা দুজনে। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও তাঁদের অনস্ক্রিন রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। ছবির যেমন গল্প, তেমন অভিনয় সব মিলিয়েই ব্লকবাস্টার হিট হয়েছে প্রজাপতি।
ছবির ১০০ দিন পূর্তি উপলক্ষে বড়সড় সেলিব্রেশনের বন্দোবস্ত করা হয়েছিল। ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরাই। তবে সেলিব্রেশনের মূল আকর্ষণ ছিলেন দেব এবং মিঠুন। উপস্থিত ছিলেন নায়িকা শ্বেতা ভট্টাচার্যও। একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। মিঠুন, মমতা শঙ্করের সঙ্গেও ছবি তুলেছেন শ্বেতা।
বাংলা ছবির জগতে মাইলফলক তৈরি করেছে প্রজাপতি। এমনিতেই বিগত কয়েক বছর ধরে পরপর ভাল ছবি উপহার দিচ্ছেন দেব। তাঁর আগের ছবি ‘টনিক’ও সুপারহিট হয়েছিল। পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে আবারো হাত মিলিয়ে প্রজাপতি নিয়ে আসেন দেব। তবে তাঁর সবথেকে বড় তুরুপের তাস ছিলেন মিঠুন।
বহু বছর পর বাংলা ছবিতে ফিরেছেন মেগাস্টার মিঠুন। দর্শকরা প্রথমে নামমাহাত্ম্যেই দেখতে গিয়েছিলেন ছবিটি। প্রথম থেকেই ব্যবসায় ছক্কা হাঁকাতে শুরু করেছিল প্রজাপতি। বছরের প্রথম দিনই গোটা দেশে হাউজফুল হওয়ার রেকর্ড গড়েছিল দেব মিঠুনের ছবি। তারপর থেকে আর ব্যবসার পরিমাণ কমেনি, বরং বেড়েছে।
সংবাদ মাধ্যমকে পরিচালক অভিজিৎ সেন বলেন, ১০০ দিন পরেও অনেক প্রেক্ষাগৃহেই হাউজফুল ছিল প্রজাপতি। শুধু বাংলায় নয়, দিল্লি, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, চেন্নাইতেও হাউজফুল চলেছে বাংলা ছবি। করোনা কালের পর বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানাচ্ছিলেন অভিনেতা অভিনেত্রীরা। তবুও প্রজাপতির ধারেকাছেও পৌঁছাতে পারেনি অন্য ছবিগুলো।
সাফল্যের চাবিকাঠি তবে কী? পরিচালক অভিজিৎ সেন বলেন, চিত্রনাট্য গুরুত্বপূর্ণ। গল্প ভাল হলে দর্শকরা হলে গিয়ে দেখবেন, তা প্রমাণ করে দিয়েছে টনিক। যে ছবি সকলের সঙ্গে বসে দেখা যায় সেই ছবি বেশি দর্শক টানে বলে মত পরিচালকের।