ঢাক বাজানো থেকে গয়না বানানো সবই নখদর্পণে, শর্ট ড্রেস পরবেন না বলেই বড়পর্দায় আপত্তি ‘যমুনা ঢাকি’র শ্বেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ্বেতা ভট্টাচার্য (sweta bhattacharya), বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় ও প্রতিভাবান একজন অভিনেত্রী। বড়পর্দা থেকে একাধিক বার লোভনীয় প্রস্তাব পেয়েও কেবল মাত্র কিছু শর্তের জন‍্য ফিরিয়ে দিয়েছেন। ছোট পর্দাতেই তিনি খুশি রয়েছেন। ইতিমধ‍্যেই ছয় ছয়টি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন, সবকটিই হিট। আর এই সুযোগে শিখে নিয়েছেন গয়না বানানো থেকে ঢাক বাজানো সবই।

জড়োয়ার ঝুমকো সিরিয়ালে মূল চরিত্র জড়োয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা। সেখানে তাঁর চরিত্রটি ছিল স‍্যাকরার মেয়ে। কাজেই গয়না বানানো তো শিখতেই হবে। একই রকম ভাবে তুমি রবে নীরবে সিরিয়ালে মূক ও বধির চরিত্রে অভিনয়ের জন‍্য সাইন ল‍্যাঙ্গোয়েজ শিখতে হয়েছিল। এই মুহূর্তে যমুনা ঢাকির মূল চরিত্রে শ্বেতা। ঢাক বাজানো শিখে গত পুজোয় ঢাক বাজিয়ে চমকে দিয়েছিলেন। বেশ গুণী মেয়েই বটে।


শ্বেতা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভরতনাট‍্যম শিল্পী। এক রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেও অসুস্থতার কারণে বেরিয়ে আসতে হয়েছিল তাঁকে। সেই সময়েই প্রথম প্রস্তাব আসে বড়পর্দার। তাও।আবার যে সে ছবি নয়। রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’এ নায়িকার চরিত্র, যে ছবি সুপারহিট হয়েছিল। কিন্তু প্রস্তাবে রাজি হননি শ্বেতা। তখন তাঁর নবম শ্রেণী।

এরপর অবশ‍্য লে ছক্কা, চ‍্যালেঞ্জ, প্রেম আমার এর মতো ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন হিন্দি সিরিয়াল ‘জয় কানহাইয়া লাল কী’তে। একতা কাপুরের ‘মুঘল এ আজম’ সিরিয়ালে অভিনয়ের জন‍্য প্রচুর টাকা অফার করা হয়েছিল বলে জানান শ্বেতা। কিন্তু পরিচালক প্রযোজক স্নেহাশিষ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন বলে ফিরিয়ে দেন সেই প্রস্তাব। বাংলায় তাঁর প্রথম সিরিয়াল সিঁদুরখেলা। পরপর কাজ করেছেন ভালবাসা ডট কম, কনককাঁকন, তুমি রবে নীরবে, জড়োয়ার ঝুমকোতে।


এমন গুণী ও মিষ্টি মেয়ের কিন্তু বন্ধুভাগ‍্য খুব একটা ভাল নয়। অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করে অনেকের কাছেই ঠকেছেন। তাই বন্ধু তেমন নেই। তবে ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শ্বেতা। দীর্ঘ নয় বছরের সম্পর্ক তাঁদের। প্রেমিক থাকেন কলকাতার বাইরে। শহরে শিফট করলে তারপরেই বিয়েটা সেরে ফেলবেন বলে আশাবাদী অভিনেত্রী।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তো বেশ জনপ্রিয়। বড়পর্দায় নায়িকার চরিত্রে অভিনয় করছেন না কেন? শ্বেতার উত্তর, শর্ট বা স্লিভলেস পোশাক তিনি পরেন না। ঘনিষ্ঠ দৃশ‍্যতেও রয়েছে আপত্তি। যদি কখনো এগুলো করতে পারেন তখন ভেবে দেখবেন শ্বেতা।

X