বাংলাহান্ট ডেস্ক : বিয়ের প্রস্তুতির মাঝেই বড় অঘটন ঘটে গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) পরিবারে। আপনজনকে হারালেন নায়িকা। রুবেল দাসের সঙ্গে বিয়ের তোড়জোড় যখন তুঙ্গে, তখনই এই মর্মান্তিক দুঃসংবাদে শোকের ছায়া নেমে এল শ্বেতার (Sweta Bhattacharya) পরিবারে। বিয়েতেও এল বাধা। মন মেজাজ মোটেই ভালো নেই অভিনেত্রীর।
পরিবারের সদস্যকে হারালেন শ্বেতা (Sweta Bhattacharya)
নিজের পিসিকে হারিয়েছেন শ্বেতা (Sweta Bhattacharya)। অসুস্থ তাঁর মা-ও। জোড়া বিপত্তিতে ভেঙে পড়েছেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন মন ভালো নেই তাঁর। নিজেকে সামলানোর জন্য একটু সময় দরকার তাঁর। সূত্রের খবর অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে শ্বেতা (Sweta Bhattacharya) রুবেলের। সেই মতো চলছিল প্রস্তুতিও। এর মাঝেই হঠাৎ আচমকা দুঃসংবাদে কাটল তাল।
বিয়ের প্রস্তুতির মাঝেই এল দুঃসংবাদ: অতি সম্প্রতি আইবুড়োভাত পর্ব শুরু হয়েছিল শ্বেতার (Sweta Bhattacharya)। ‘কোন গোপনে মন ভেসেছে’র সেটেই অভিনেত্রীর জন্য আইবুড়োভাতের আয়োজন করেছিলেন তাঁর এক অনুরাগী। শ্যামলীর সাজে সেজেই খেতে বসেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। তাঁর মুখের উজ্জ্বল হাসি দেখে খুশি হয়েছিলেন ভক্তরাও। হঠাৎ এই দুঃসংবাদে শ্বেতার জন্য মন খারাপ তাঁদেরও।
আরো পড়ুন : ঐতিহাসিক! প্রথম বার অস্কারের মনোনয়নে বাংলা গান, বিরাট স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় ইমন
কবে বিয়ের পরিকল্পনা রুবেল শ্বেতার: আগামী বছর জানুয়ারিতেই বিয়েটা সারতে চলেছেন রুবেল শ্বেতা (Sweta Bhattacharya)। কিন্তু তারিখ এখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। বিয়ের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, সাবেকি বাঙালি কনের সাজেই সাজবেন তিনি। তবে বিয়েটা হবে বৈদিক মতে। কন্যাদান হবে না শ্বেতার (Sweta Bhattacharya) বিয়েতে।
আরো পড়ুন : পাক নৌসেনার শক্তি বাড়াচ্ছে “ধূর্ত” চিন, জবাব দিতে তৈরি ভারতও, কড়া হুঁশিয়ারি নৌবাহিনী চিফ ত্রিপাঠীর
প্রসঙ্গত, শ্বেতা (Sweta Bhattacharya) এবং রুবেল একসঙ্গে অভিনয় করেছিলেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে। তখন অবশ্য শ্বেতার জীবনে ছিলেন অন্য মানুষ। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরেই রুবেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। শ্বেতা জানান, বিয়ের পরপর কিছুদিন বারাসত আর দমদমে যাওয়া আসা করবেন তিনি। তারপর একটি ফ্ল্যাটে সকলে মিলে একসঙ্গেই থাকবেন তাঁরা।