বাংলাহান্ট ডেস্ক : আগামী ১৯ শে জানুয়ারি বিয়ে করছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস। হাতে আর একটা সপ্তাহও বাকি নেই। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটির বিয়ে বলে কথা! অনুরাগীদের আগ্রহ দেখার মতো। জুটির বিয়ের কার্ড থেকে বিয়ের ভেনু সবটাই প্রকাশ্যে চলে এসেছে আমজনতার সামনে। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে পুরোদমে। কিন্তু এর মাঝেই হঠাৎ রুবেলকে নিয়ে বিষ্ফোরক শ্বেতা (Sweta Bhattacharya)।
পর্দার শ্যামলীকে নিয়ে মুখ খুললেন শ্বেতা (Sweta Bhattacharya)
এই মুহূর্তে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে শ্যামলীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা (Sweta Bhattacharya)। পর্দায় অন্য মেয়ের সঙ্গে নিজের স্বামীর দ্বিতীয় বার বিয়ে দিয়েছে শ্যামলী। তবুও ‘স্যার’ এর নানান বিপদে আপদে ছুটে যেতে দেখা যায় তাকেই। কিন্তু বাস্তবে শ্বেতাও (Sweta Bhattacharya) কি তেমন? অভিনেত্রীর স্পষ্ট কথা, বরের বিয়ে কি কখনো দেওয়া সম্ভব? বর অন্যায় করলে ছেড়ে চলে আসো তাও ভালো, কিন্তু আরেকটা বিয়ে দেওয়া? অসম্ভব!
শ্যামলীর মতো ভুল করবেন না: পর্দায় অনিকেত অন্য মেয়ের সঙ্গে থাকলেও শ্যামলী নিজের মনকে দূরে সরাতে পারেনি। তার ভালোবাসা অতি স্পষ্ট। কিন্তু বাস্তবে শ্বেতা (Sweta Bhattacharya) বলেন, দোষ কম হলে অভিমান বড় হয় না। রুবেল যদি এমন করেন, তাঁকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে থাকা শুরু করেন? অভিনেত্রীর সাফ জবাব, ‘স্যার তো শ্যামলীকে সরি বলার সুযোগটা পেয়েছে। শ্বেতা রুবেলকে সেই সুযোগটাও দেবে না’।
আরো পড়ুন : ‘আমার তখন ১৬-১৭, তাঁর ২৮…’, বয়সে বড় মহিলার সঙ্গে প্রেম! শ্যামৌপ্তিকে নিয়েও অকপট ‘অনিকেত’ রণজয়
রুবেলকে নিয়ে জবাব শ্বেতার: অভিনেত্রী জানান, শ্যামলী এতকিছুর পরেও স্যারের বিপদে পাশে থেকেছে। অহনা খারাপ তা প্রমাণ করেছে। কিন্তু শ্বেতার (Sweta Bhattacharya) এমন কোনো দায় থাকবে না। শ্বেতার কথায়, ‘ওয়ান্স এ চিটার, অলওয়েজ এ চিটার। তাই সেখানে ক্ষমা চাওয়ার কোনো জায়গা থাকে না। তবে সিরিয়ালে সেটা হয়’।
আরো পড়ুন : যিশুর মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন! জল্পনার অবসান ঘটালেন সারা নিজেই
অন্য সব সম্পর্কের মতো শ্বেতা রুবেলের সম্পর্কেও ঝগড়া হয়েছে। তবে ইগো বড় হয়ে দাঁড়ায়নি। রুবেলের বিষয়ে শ্বেতা বলেন, তাঁর মধ্যে নাকি এখনো বাচ্চামি রয়েছে। বোকামি করে ফেলেন মাঝে মাঝে। তবে অভিনেত্রী বলেন, রুবেলের মধ্যে একটা গুণ রয়েছে। মন থেকে ক্ষমা চাইতে পারেন তিনি। এমনকি শ্বেতা এও বলেন, তাঁর মধ্যে যদি ১ পার্সেন্টও ইগো থাকে, রুবেলের মধ্যে সেটাও নেই। পরস্পরের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া, সম্মান থাকলে দাম্পত্য সম্পর্ক টেনে নিয়ে যাওয়া যায়, বক্তব্য শ্বেতার।