‘বেকার’ নিয়মে রাজি নন, বৈদিক বিয়ে কেন করলেন? অবশেষে জবাব দিলেন শ্বেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাত্র দিন কয়েক আগেই বিয়ে সেরেছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অনস্ক্রিন নায়ক রুবেল দাসকেই বিয়ে করেছেন তিনি। বছর কয়েক চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। গত ১৯ শে জানুয়ারি ধুমধাম করে বৈদিক মতে বিয়ে করেন তাঁরা। কেন এই নিয়মে বিয়ে, তা নিয়েও জল্পনা কম হয়নি। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন শ্বেতা (Sweta Bhattacharya)।

বৈদিক নিয়মে বিয়ে করেন শ্বেতা (Sweta Bhattacharya)

বৈদিক নিয়মে বিয়ের রমরমা এখন বাড়ছে। শুধু তারকাদের ক্ষেত্রেই থেমে নেই এটা। অনেক সাধারণ মানুষও বেছে নিচ্ছেন বৈদিক বিয়ে। তবে এই বিয়ের নিয়ম নীতি নিয়ে সমালোচনাও কম হয়নি। সাম্যের কথা বলায়, ভিন্ন নিয়ম থাকায় কটাক্ষের মুখে পড়েছেন বৈদিক বিয়ে এবং মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। তবে সমালোচনাকে পরোয়া না করে প্রথম থেকেই বৈদিক বিয়ের দিকেই ঝুঁকে ছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)।

Sweta bhattacharya said why she opted for vedic marriage

কেন এই সিদ্ধান্ত: সম্প্রতি এ বিষয়ে বলতে গিয়ে শ্বেতা (Sweta Bhattacharya) মন্তব্য করেন, বৈদিক মতে বিয়েতে কন্যাদান হয় না, গোত্রান্তর হয় না। রেজিস্ট্রি করে বিয়ে হলে কি আর গোত্রান্তর হত? স্বামী স্ত্রীর মনের মিল থাকলেই হল, গোত্রান্তর হল কী হল না তাতে কিছু যায় আসে না। নিজের মন কী চাইছে সেটাই আসল। তাঁর কাছে এগুলো ম্যাটার করে।

আরো পড়ুন : তিনিই সইফের হামলাকারী! পুলিশের একটা “ভুল”এ সর্বস্ব হারালেন যুবক

কিছু নিয়মে আপত্তি অভিনেত্রীর: অভিনেত্রী আরো বলেন, যাওয়ার সময় মায়ের ঋণ শোধ করা অর্থাৎ কনকাঞ্জলির মতো নিয়ম আচার একেবারেই হয় না বৈদিক বিয়েতে। শ্বেতার (Sweta Bhattacharya) কথায়, মায়ের ঋণ কি শোধ করা যায়? তাছাড়া ছেলেমেয়ের বিয়ে মা দেখবে না, এমন নিয়মও বৈদিক বিয়েতে নেই। অভিনেত্রী বলেন, “আমার মা আমার কাছে ভগবান। সেই ভগবান দেখবে না, তাহলে সেটা শুভ হতেই পারে না, এমনটা আমার ধারণা’।

আরো পড়ুন : স্মৃতি হারাবে রাই, অনির্বাণের সঙ্গে মিলন দিয়েই শেষ হবে ‘মিঠিঝোরা’! অন্তিম লগ্নে মেগা চমক

বাঙালি বিবাহ রীতিতে সিঁদুর দানের পর লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় নববিবাহিত কনের মুখ। কিন্তু শ্বেতা জানান, বৈদিক বিয়েতে এই নিয়মটাও নেই। নন্দিনী ভৌমিক নাকি তাঁকে বলেছেন, ওটা লজ্জার নয়, বরং গর্বের মুহূর্ত। তাহলে লজ্জাবস্ত্র থাকবে কেন? বাস্তবিকই শ্বেতার সিঁদুর দানের পর লজ্জাবস্ত্র দিয়ে মুখ ঢাকা হয়নি। পাশাপাশি তিনিও সিঁদুর নিয়ে রুবেলের কপালে দিয়েছেন ফোঁটা। তিনি একা নন, বিয়ে হয়েছে ‘দুজনেরই’।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X