বাংলাহান্ট ডেস্ক : মাঘী বিয়ের সিজনে টেলিপাড়ায় প্রথম দিকেই নম্বর রয়েছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যের (Sweta-Rubel)। ছোটপর্দার অনস্ক্রিন জুটি থেকে বাস্তবেও গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। আগামী ১৯ শে জানুয়ারিই সেই দিন। পর্দায় ইতিমধ্যেই বিয়ে সেরেছেন দুজনে। এবার বাস্তবে বিয়ের পালা। আর তাঁদের এই বিশেষ দিন নিয়ে একই রকম উত্তেজনা রয়েছে অনুরাগীদেরও।
প্রকাশ্যে শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) রিসেপশন কার্ড
সিরিয়ালের শুটিংয়ের সঙ্গেই পাল্লা দিয়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রুবেল শ্বেতা (Sweta-Rubel)। সারা হয়ে গিয়েছে প্রি ওয়েডিং ফটোশুট। এই মুহূর্তে আইবুড়োভাত পর্ব চলছে দুজনার। আর তাঁদের এইসব সুন্দর মুহূর্তগুলির ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার সামনে এল শ্বেতা (Sweta-Rubel) রুবেলের রিসেপশনের কার্ড।
কেমন হয়েছে কার্ডটি: ইতিমধ্যেই বিয়ের আমন্ত্রণ পত্রের ছবি, ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এবার সামনে এল রিসেপশন কার্ডের ছবি। জানা গিয়েছে, ‘পরিণয়’ নামে একটি পেজের থেকে কার্ডটি বানিয়েছেন রুবেল। লাল রঙের খাম খোলার পর প্রথমেই থাকছে বর এবং কনের একটি ক্যারিকেচার। তারপরের পাতায় ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে শ্বেতার (Sweta-Rubel) সিঁথিতে রুবেলের সিঁদুর তুলে দেওয়ার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে বাটার পেপারে হাতে আঁকা ছবিতে। তারপরের পাতায় ছবিটি প্রিন্ট করা রয়েছে। তারপরের পাতাতেই রয়েছে আমন্ত্রণ বার্তা।
আরো পড়ুন : ধারাবাহিক ছাড়ছেন খলনায়িকা, প্রথম পাঁচে TRP থেকেও বন্ধের মুখে জি এর সিরিয়াল!
কোথায় হবে বিয়ে: তবে জুটির রিসেপশন কোথায় হচ্ছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে, রুবেলের বারাসতের বাড়ির কাছাকাছিই কোথাও হতে পারে রিসেপশনের আয়োজন। শ্বেতা (Sweta-Rubel) রুবেলের বিয়ে যেমন হচ্ছে দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে। বিয়ের কার্ডও প্রকাশ্যে এসেছে আগেই। আর দুটি কার্ডই বেশ অন্য রকম হয়েছে যা নজর কাড়ে সহজেই।
আরো পড়ুন : ইউনূসের আসন টলমল, এই মাসেই নির্বাচন বাংলাদেশে! হালে পানি পাবে হাসিনার দল?
প্রসঙ্গত, বিয়েতে আমন্ত্রিতদের উপহার নিয়ে আসতে বারণ করেছেন শ্বেতা রুবেল। কার্ডেই রয়েছেই সেই অনুরোধ। তাঁরা বিয়ে করবেন বৈদিক মতে। অর্থাৎ বিয়েতে কন্যাদান হবে না। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এই বিয়ে দেবেন।