বাংলাহান্ট ডেস্ক : শ্বেতা ভট্টাচার্য (Sweta-Rubel) এবং রুবেল দাসের বিয়ে নিয়ে এখনো অব্যাহত রয়েছে আলোচনা। বিয়ে পর্ব মিটিয়ে দুজনে ফিরে গিয়েছেন নিজ নিজ সিরিয়ালের শুটিংয়ে। তবুও আলোচনা থামার নয়। শ্বেতা রুবেলের প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, ভাত কাপড়ের অনুষ্ঠান, রিসেপশন সবেরই ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। এবার সামনে এল দুজনের ফুলশয্যার ছবি!
ভাইরাল হল শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) ফুলশয্যার ছবি
বিয়ের পর রুবেলের বারাসতের বাড়িতেই গিয়ে উঠেছেন শ্বেতা (Sweta-Rubel)। রিসেপশনের পর সেখানেই হয়েছিল ফুলশয্যার। ছবিতে দেখা গিয়েছে, শ্বেতা (Sweta-Rubel) রুবেলের বেডরুমেই ফুলশয্যার খাট সাজানো হয়েছিল। ফুল দিয়ে সুন্দর করে সাজানো খাটে লাজুক মুখে বসেছিলেন অভিনেত্রী।
ফুলশয্যার নিয়ম পালন করেন দুজনে: রিসেপশনের লেহেঙ্গার উপরেই ফুলশয্যার তত্ত্বে পাঠানো মেরুন বেনারসি জড়িয়ে নিয়ে সমস্ত রীতি পালন করেন শ্বেতা (Sweta-Rubel)। অন্যদিকে রুবেল পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি এবং সাদা চোস্তা। ফুলশয্যার রীতি অনুযায়ী এদিন স্বামীর মুখে দুধের গ্লাস ধরেন শ্বেতা। পরস্পরকে মিষ্টি মুখও করান তাঁরা।
আরো পড়ুন : TRP তালিকায় টপ ৩-তে, আচমকাই বিপাকে জি এর সিরিয়ালের পরিচালক, বন্ধ হচ্ছে শুটিং!
কী উপহার দিলেন রুবেল: ফুলশয্যার রাতে শ্বেতাকে (Sweta-Rubel) একটি বিশেষ উপহার দিয়েছেন রুবেল। ইভিল আই ডিজাইনের একটি সোনার আংটি স্ত্রীকে উপহার দিয়েছেন তিনি। বাঁ হাতে সেই আংটি পরেও ফেলেছেন শ্বেতা (Sweta-Rubel)। এই আংটি নাকি অনেকদিন ধরেই কেনার ইচ্ছা ছিল অভিনেত্রীর।
আরো পড়ুন : উত্তপ্ত বাংলাদেশে যেকোনও সময় ঘটবে “বিষ্ফোরণ”! মহা সঙ্কটে ইউনূস
প্রসঙ্গত, বিয়ের পরপরই কাজ ফিরেছেন শ্বেতা রুবেল। বৈদিক মতে বিয়ে করেছেন দুজনে। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সম্প্রতি শ্বেতা বলেন, সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাঁর কাউকে কিছু দেখানোর নেই। ১ শতাংশ খারাপ বললে বাকি ৯৯ শতাংশ ভালো বলেছে। তিনি তাঁদের কথাই শুনবেন।