টেকেনি ৯ বছরের দীর্ঘ প্রেম, রুবেলের স্ত্রী হওয়ার আগে শ্বেতার প্রেমিক কে ছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : রবিবারেই হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সাত জন্মের মতো বন্ধনে বাঁধা পড়েছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta-Rubel) এবং রুবেল দাস। বৈদিক মতে সম্পন্ন হয়েছে বিয়ে। শ্বেতার সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছেন রুবেল। অভিনেতার কপালেও সিঁদুরের ফোঁটা দিয়েছেন শ্বেতা (Sweta-Rubel)। বিয়ে সম্পন্ন হতে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী।

রুবেলের আগে লম্বা সম্পর্কে ছিলেন শ্বেতা (Sweta-Rubel)

পরিচয় অনেক আগে হলেও ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে বন্ধুত্ব জমে ওঠে শ্বেতা (Sweta-Rubel) রুবেলের। তবে প্রেম হয় পরে। কারণ সে সময় অন্য এক সম্পর্কে ছিলেন শ্বেতা। দীর্ঘ নয় বছর ধরে সেই মানুষটার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, সেই মানুষটা কোনোদিন তাঁকে ছেড়ে যাবে না। কিন্তু তারপরেই ভাঙে শ্বেতার (Sweta-Rubel) সম্পর্ক।

Sweta rubel got married but who was sweta lover before nra

কেন হয়েছিল বিচ্ছেদ: অভিনেত্রীর বিচ্ছেদ নিয়ে ট্রোলিংও কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। তবে সে সময় শ্বেতা (Sweta-Rubel) দাবি করেছিলেন, তিনিই ধোঁকা পেয়েছেন ওই সম্পর্কে। তিনি বলেছিলেন যাঁকে ভরসা করে কথাগুলো বলেছিলেন সেই যদি মাঝপথে হাত ছেড়ে অন্যের হাত ধরে সেক্ষেত্রে তো জোর করে সেই সম্পর্কে থাকা যায় না।

আরো পড়ুন: ঘনিয়ে এল ‘জি বাংলা সোনার সংসার’এর দিনক্ষণ, থাকছে ‘স্পেশ্যাল’ চমক! কবে হবে সম্প্রচার?

প্রাক্তনকে নিয়ে জবাব অভিনেত্রীর: যদিও শ্বেতা (Sweta-Rubel) এও বলেছিলেন, প্রাক্তন মানেই যে খারাপ এমন নয়। এটা একটা অভিজ্ঞতা। প্রত্যেকের জীবনেই ভালো থাকার অধিকার আছে, বাবা মাকে ভালো রাখার অধিকার আছে। সেসব মাথায় রেখেই ওই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন বলছেন জানিয়েছিলেন শ্বেতা (Sweta-Rubel)। তবে রুবেলকেও মজার ছলে সতর্ক বার্তা দিয়ে রেখেছিলেন তিনি। স্পষ্ট বলেছিলেন, শ্যামলী মহান হতে পারে, কিন্তু শ্বেতা নয়। উলটে এমন কিছু করে রাখবেন যাতে জীবনে কখনো কোনো মেয়ের কাছে যেতে না পারেন।

আরো পড়ুন: বাথরুমের মতো ছোট ঘরে দিনযাপন, আজ প্রথম সারির নায়িকা শ্বেতা, বিয়েতে কত খরচ করছেন ‘শ্যামলী’ জানেন?

প্রসঙ্গত, ২০২২ সালে রুবেলের সঙ্গে সম্পর্কের কথা সামনে আনেন শ্বেতা। প্রায় দু বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। অবশ্য রুবেলের বিষয়ে এর আগে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্বেতা। জানিয়েছিলেন, তিনি কখনো কখনো ইগো দেখালেও রুবেলের মধ্যে সেটা একেবারেই নেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর