চলে যেতে চেয়েছিলেন দিদির কাছে, সুশান্তের সঙ্গে শেষ কথোপকথনের ছবি শেয়ার করলেন দিদি শ্বেতা

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। সুশান্তের মৃত‍্যুর পর বলিউডের বহু কালো দিকের ওপর থেকেই পর্দা সরে যায়।
এবার আদরের ভাই সুশান্তের সঙ্গে শেষ বার কথোপকথনের ছবি শেয়ার করলেন দিদি শ্বেতা সিং কৃতি (sweta singh kriti)। নিজের ফেসবুক হ‍্যান্ডেলে সুশান্তের ছোটবেলার ছবি ও তাঁর সঙ্গে শেষ বার হওয়া কথাবার্তার ছবি শেয়ার করেন শ্বেতা। ১০ জুন শেষবারের জন‍্য দিদির সঙ্গে কথা বলেন সুশান্ত। তার চারদিন পরেই নিজের জীবন শেষ করে দেন তিনি।

IMG 20200614 WA0003

দিদির কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছা হয়েছিল সুশান্তের। সেই কথা দিদিকে জানিয়েওছিলেন শেষ বারের মতো। শ্বেতাও বলেন তাঁকে চলে আসতে। একসঙ্গে কিছুদিন কাটাবেন দুজন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তার আগেই চিরতরে চলে যান সুশান্ত। ছবির পাশাপাশি নিজেদের ছোটবেলার স্মৃতিও রোমন্থন করেছেন শ্বেতা। প্রিয় ভাই সুশান্তের জন্ম, দুজনের একসঙ্গে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ২০০৭ এ শ্বেতার বিয়ের পর সুশান্তকে ছেড়ে মার্কিন মুলুক পাড়ি দেওয়া। শ্বেতার লেখা দেখে আরও একবার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে সকলের।

https://www.facebook.com/sskirti/posts/10158241439531253

প্রসঙ্গত, সম্প্রতি সুশান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় পরিচালক মহেশ ভাটকে। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজিরা দেন মহেশ। সকাল ১১:৩০ থেকে ২ টো পর্যন্ত টানা আড়াই ঘন্টা জেরা করা হয় পরিচালককে। সকাল ১১:৩০ নাগাদ সান্তাক্রুজ থানায় পৌঁছান মহেশ ভাট। বয়ান রেকর্ডের পর ২টো নাগাদ থানা থেকে বেরিয়েই সোজা নিজের গাড়িতে চেপে চলে আসেন তিনি। জানা গিয়েছে, সুশান্ত মামলার তদন্তকারী অফিসার ও পুলিসের ডেপুটি কমিশনার সামনে বসিয়ে জেরা করা হয় মহেশ ভাটকে। তবে জেরার বিষয়বস্তু এখনও জানা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর