জাদেজার ব্যাটিং দেখে বাড়লো কন্ডোমের বিক্রি! স্যুইগির দেওয়া আপডেট দেখে চোখ উঠবে কপালে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল অনেক বিপত্তির পর শেষপর্যন্ত সফলভাবে আইপিএল ২০২৩-এর ফাইনাল (IPL Final) আয়োজন করা গিয়েছে। জাদেজার নায়কোচিত পারফরম্যান্সে ভর করে খাদের কিনারা থেকে ফিরে এসে ট্রফি উপহার পেয়েছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল। নিজেদের পঞ্চম ট্রফি দিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলেছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি।

কিন্তু এই দিনেই জনপ্রিয় ডেলিভারি সংস্থা স্যুইগি এমন একটা তথ্য দিলো যা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। তারা এখন জানিয়েছে যে তাদের এই বিশেষ সোমবারে স্যুইগি ইন্সটা মার্টের তরফ দিয়ে মোট ২৪২৩ টি ডিউরেক্স কন্ডোম বিক্রি করতে হয়েছে।

এই চমকপ্রদ তথ্য তুলে ধরে অবস্থাটি মজা করতে চেয়েছে ক্রিকেটপ্রেমীদের সাথে। তারা জানিয়েছে “মনে হয় না কাল রাতে শুধুমাত্র ২২ জন খেলেছে।” এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পর ফাঁসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট প্রেমীরা প্রত্যেকেই এই তথ্যটি শেয়ার করছেন তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে।

গতকাল টসে হারার পর প্রথমে ব্যাটিং ঋদ্ধিমান সাহার ৫৪ এবং সাই সুদর্শনের ৯৬ রানের ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংস বোলারদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল গুজরাট টাইটান্স। শেষে হার্দিকের ২১ রানের ক‍্যামিওতে ভর পড়ে তারা ২১৪ রান তুলেছিল স্কোরবোর্ডে। কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরেই বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটায়।

Sir jadeja

বৃষ্টি থামার পর মাঠ খেলার জন্য প্রস্তুত করে তুলতে অনেক দেরি হয়। এরপর ২০ ওভারের ম্যাচ পরিণত হয় ১৫ ওভারের ম্যাচে এবং বৃষ্টির জন্য টার্গেট কমে দাঁড়ায় ১৭১। রান তাড়া করতে নেমে শুরুতে ভালো ব্যাটিং করছিলেন রুতুরাজ এবং কনওয়ে। কিন্তু নূর আহমেদ পরপর দুই উইকেট তুলে নিয়ে গুজরাটকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। এরপর রাহানে এবং আম্বাতি রায়ডু আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচ প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে রায়ডু এবং ধোনিকে ফিরিয়ে ম্যাচটি শেষ ওভার অবধি নিয়ে গিয়েছিলেন মোহিত। তারপর রবীন্দ্র জাদেজা কি করেছেন তা সকলেই জেনে গিয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর