চুপি সারে বিয়ে সারলেন স্বীকৃতি! বরের সাথে ভাইরাল ‘মেয়েবেলা’র মৌয়ের ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কথায় আছে শুভ কাজে দেরি কেন! গেছে তাই এবার আর সময় নষ্ট না করে দুমদাম বিয়ে সারছেন বাংলা সিরিয়ালের একের পর এক  জনপ্রিয় নায়িকারা। অভিনেত্রী  রূপসা চক্রবর্তীর  বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এলো বাংলা সিরিয়ালের আরও  এক জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের (Swikriti Majumdar) বিয়ের ছবি।

বিয়ে সারলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumdar)

তবে ঢাকঢোল পিটিয়ে নয় একেবারে চুপিসারে বিয়ে সেরেছেন বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রী (Swikriti Majumdar)। সেপ্টেম্বর মাসেই বিয়ে হয়ে গেলেও তাঁর বিয়ের খবর এতদিন পর্যন্ত ঘুণাক্ষরেও করেও টের পায়নি কেউ। অভিনয় জগতে স্বীকৃতির (Swikriti Majumdar) হাতেখড়ি হয়েছিল স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘খেলাঘর’-এর হাত ধরে।

এই ধারাবাহিকে পূর্ণা চরিত্রে অভিনয় করেই দর্শকদের দাগ কেটেছিলেন নায়িকা। প্রথম সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করার পরেই স্বীকৃতির কাছে সুযোগ আসে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিকে নায়িকা হওয়ার। ‘মেয়েবেলা’ সিরিয়ালে মৌয়ের চরিত্রে অভিনয় করার পর দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান স্বীকৃতি। 

আরও পড়ুন : বিন্দু মাসির ছবি দেখলেই চিৎকার! এখনও ভয়ে কাঁপে গ্রামগঞ্জের বাচ্চারা

এই সিরিয়ালের তাঁর  সাথে অভিনেতা অর্পণ ঘোষালের জুটি ব্যাপক হিট। এই ধারাবাহিক শেষ হওয়ার পর স্বীকৃতিকে শেষবার দেখা গিয়েছে জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘আলোর কোলে’তে। যদিও এই ধারাবাহিকে স্বীকৃতি অভিনয় করেছেন দ্বিতীয় প্রধান নায়িকার চরিত্রে। ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করে ফেলেছেন এই সুন্দরী অভিনেত্রী।

Swikriti Majumder

স্বীকৃতি নিজে থেকে বিয়ের খবর না জানালেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি এবং ভিডিও দেখে বোঝা যাচ্ছে স্বীকৃতি বিয়ে করেছেন অবাঙালি মতে। তবে তাঁর সাজে বাঙালি মতে পরা টোপর হাতে চূড়ার সাথেই শাঁখা-পলা  আর গাছকৌটো দেখা গিয়েছে। স্বীকৃতির স্বামী রাহুল অভিনয় জগতের মানুষ নন। 

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X