বাংলাহান্ট ডেস্ক : এ কেমন ভিডিও গেম যেখানে গেম খেলতে খেলতে মারা গেলে গেমের যন্ত্র মানুষকে সত্যি জীবনেও মেরে ফেলবে? পালমর নামে এক ব্যক্তি এই দাবিই করেছেন। তিনি তৈরী করেছেন ‘ভি আর ভিডিয়ো গেম’ এবং এর সঙ্গে জড়িত যন্ত্র। আর এই গেম তৈরী হওয়ার পর থেকেই শুরু হয়েছে যত হল্লা যত ঝামেলা।
এই ভিডিও গেমটির নামে ‘সোর্ড আর্ট অনলাইন’। গেমটি একটি জাপানি উপন্যাস অবলম্বনে তৈরী। এই গেমে প্রথমে খেলোয়াড় বা প্রতিপক্ষদের এক পাগল বৈজ্ঞানিকের জেলখানা পার করতে হবে। একশ তলার সেই কারাগার থেকে বের হতে হলে নানা ধরনের যুদ্ধ করতে হয়। আর এই গেমটি খেলতে হয় চশমা লাগানো হেলমেটের মতো একটা জিনিস পরে যার নাম ‘ভি আর গিয়ার’। আর এর ওপরেই রয়েছে আরও তিনটি যন্ত্র, যার থেকে বেরোবে মাইক্রোওয়েভ তরঙ্গ।
জানা গিয়েছে, গেমে হেরে গেলে এই মাইক্রোওয়েভ তরঙ্গই বেরিয়ে এসে পুড়িয়ে দেবে মাথার খুলি। পালমর আগে ফেসবুক বা মেটা-র অফিসে কাজ করতেন। আর সেখানেই শিখেছেন এসব গ্রাফিক্স ডিজাইনিং ও VFX- এর কাজ। আর তাই তিনি বাস্তবের অনুকরণে গেমের এই অপার্থিব জগৎ তৈরী করতে তিনি সক্ষম।
এছাড়াও তিনি এর আগে বহুবার অস্ত্র প্রস্তুতকারক হিসেবে কাজ করেছেন। কিন্তু ঝামেলার মুখোমুখি হতেই তাঁর পরিষ্কার বক্তব্য যে এই গেম কারোর খেলার জন্য নয়। এবং তাই গেমের যন্ত্রাংশগুলি কারোর সম্মুখেও আনা হচ্ছে না। মূর্তি বা প্লাস্টিকের একটি মডেল হিসেবে তিনি অফিসে রেখে দিয়েছেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ কী না করতে পারে, তার সাক্ষাৎ প্রমান এই গেম।