BBL-এ তৈরি হলো লজ্জার রেকর্ড, T20-র ইতিহাসের সর্বনিম্ন স্কোরে আউট হলো সিডনি থান্ডার্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস তৈরি হলো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। বিবিএলের ২০২২-২৩ মরশুমের প্রথম সপ্তাহেই, ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সিডনি থান্ডার ১৫ রানের স্কোরে অভাবনীয় ভাবে অল-আউট হয়ে গিয়েছিল।

এই ঘটনা আগের সমস্ত লজ্জাজনক রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি এখনও পর্যন্ত একটি অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়েছে। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে তুরস্কের করা সর্বনিম্ন রানের রেকর্ডটিও আজ ভেঙে গিয়েছে।

তাদের ব্যাটিং অর্ডারে নেমে ব্রেন্ডন ডগেটের ৪ রান ছিল সিডনির ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। রিলি রসৌ, অ্যালেক্স রস, ড্যানিয়েল স‍্যামস, ফজলহক ফারুকি এবং অলিভার ডেভিসরাই আজ শুধু রানের খাতা খুলতে পেরেছিলেন, কিন্তু তারা ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। বাক ৫ ব্যাটার কোনও রান না করেই আউট হয়েছেন।

টি-টোয়েন্টি ইতিহাসে পুরুষদের কোনও দলের সর্বনিম্ন স্কোরের তালিকা:

  • ১৫- সিডনি থান্ডার বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স (২০২২)
  • ২১ – তুরস্ক বনাম চেক প্রজাতন্ত্র, (২০১৯)
  • ২৬ – লেসোথো বনাম উগান্ডা (২০২১)
  • ২৮ – তুরস্ক বনাম লুক্সেমবার্গ (২০১৯)
  • ৩০ – থাইল্যান্ড বনাম মালয়েশিয়া, (২০২২)

মজার ব্যাপার হলো সিডনির দলটিতে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসও দলে ছিলেন। তবুও, তারা ১৪০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১২৪ রানের ব্যবধানে ম্যাচ হেরে বসে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর