একসঙ্গে দুই নায়িকার সঙ্গে রোম্যান্স! আরেফিনের কামব্যাক সিরিয়ালে জুড়লেন জি এর জনপ্রিয় অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের পছন্দ বদলাতেই থাকে বারবার। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন ধারাবাহিক (Serial) আনতে থাকে বিভিন্ন চ্যানেলগুলি। চলে টিআরপির লড়াই। সাম্প্রতিক সময়ে ছোটপর্দার একাধিক অভিনেতা অভিনেত্রীদের কামব্যাক লক্ষ্য করা যাচ্ছে টেলিভিশন সিরিয়ালে। আবার কোথাও কোথাও নতুন মুখদের উপরে ভরসা করে চড়ছে টিআরপি। এবার ফের এক নতুন সিরিয়ালের (Serial) আগমনের খবর পাওয়া গেল।

নতুন সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা

ধারাবাহিকে (Serial) ফিরছেন অভিনেতা সৈয়দ আরেফিন। এ খবর আগেই জানিয়েছিল বাংলাহান্ট। বিপরীতে ‘রোশনাই’ খ্যাত অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর থাকার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। এবার জানা গেল, তিনি একা নন, সঙ্গে থাকছেন আরো এক নায়িকা। অভিনেত্রী খেয়ালি মণ্ডলকে দেখা যাবে দ্বিতীয় নায়িকার চরিত্রে।

Syed Arefin to be seen with two actress one from zee bangla

থাকছেন আরো এক নায়িকা: এর আগে ‘আলতা ফড়িং’ আর ‘মিলি’ সিরিয়ালে (Serial) দেখা গিয়েছিল খেয়ালিকে। তারপর লম্বা বিরতি। এবার আরেফিনের নায়িকা হয়ে ফিরছেন তিনি। শোনা যাচ্ছে, দুই বোনের গল্প নিয়ে শুরু হবে এই নতুন সিরিয়াল। সঙ্গে থাকবে পরিবারের অন্য সদস্যদেরও নানান কাহিনি। দুই বোনের গল্পে ছোট বোনের ভূমিকায় দেখা যাবে খেয়ালিকে। সম্ভবত বড় বোনের চরিত্রে থাকতে পারেন অনুষ্কা। তবে আরেফিনের সঙ্গে কোন নায়িকাকে জুটি হিসেবে দেখা যাবে তা এখনো জানা যায়নি। সান বাংলায় আসতে চলেছে এই সিরিয়াল (Serial)।

আরো পড়ুন : ভেঙেছে পাঁজরের হাড়, বন্ধ উপার্জন, অসুস্থ বাসন্তী দেবীর জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন ভাস্বরের

এক বছর পর কামব্যাক সিরিয়ালে: প্রসঙ্গত, শেষবার ‘মিলি’ ধারাবাহিকে (Serial) দেখা গিয়েছিল খেয়ালিকে। বস্তির রবিনহুড অর্জুনের সঙ্গে তার প্রেমকাহিনি জমে ওঠার আগেই টিআরপির অভাবে শেষ হয়ে গিয়েছিল সিরিয়ালটি (Serial)। তারপর থেকে আর কোনো প্রোজেক্টে দেখা যায়নি খেয়ালিকে।

আরো পড়ুন : TRP ধরতে গল্প বদল, দর্শক টানতে বিরাট মোড় আসছে জলসার সিরিয়ালে

অন্যদিকে আরেফিনকে শেষ বার দেখা গিয়েছিল ‘যোগমায়া’ সিরিয়ালে। কিন্তু ধারাবাহিকটি মোটেই টিআরপি তুলতে পারেনি। নম্বরের অভাবে সময়ের আগেই শেষ হয়ে গিয়েছিল যোগমায়া। তবে এবার নতুন প্রোজেক্টে দুই অভিনেতা অভিনেত্রীর ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশি দর্শকরাও।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর