বাংলা হান্ট ডেস্কঃ সুফি সন্ত হজরত খোয়জা মইনুদ্দিন হাসান চিশতির বংশধর দিওয়ান জৈনুল আবেদিন আলী খান সেনা প্রধানের বয়ানকে সমর্থন জানালেন। সেনা প্রধান নারাভানের POK নিয়ে দেওয়া বয়ানকে সমর্থন করে উনি বলেন, সেনা যখন প্রস্তুত আছে, তাহলে আর অপেক্ষা কিসের।
দিওয়ান সৈয়দ জৈনুল আবেদিন আলী খান বলেন, ভারতীয় সংসদকে আদেশ দেওয়া উচতি যে তাঁরা POK কে ভারতের অংশ রুপে দেখতে চায়। আজমের দরগাহর দিওয়ান বলেন, ভারতের সংসদে ১৯৯৪ সালে প্রস্তাব এনে স্পষ্ট করেছিল যে, POK ভারতের অভিন্ন অংশ, এবার সময় হয়ে এসেছে যে নিজের অভিন্ন অংশকে ফেরত নেওয়ার।
এর সাথে সাথে দিওয়ান সৈয়দ জৈনুল আবেদিন আলী খান বলেন, কাশ্মীরকে সম্পূর্ণ কাশ্মীর বানানোর সাথে সাথে অখণ্ড কাশ্মীরের স্বপ্ন পূরণ করা উচিৎ ভারতের। উনি বলেন, যেদিন POK ভারতের অংশ হবে সেদিন ভারতীয়দের কাছে সেটি ঐতিহাসিক দিন হবে।
আপনাদের জানিয়ে রাখি, নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে নিজের প্রথম প্রেস কনফারেন্সে বড় বয়ান দিয়ে বলেছিলেন যে, PoK ভারতের অংশ। উনি বলেছিলেন, সরকার যদি আদেশ দেয় তাহলে PoK তে হানা দেওয়া হবে। এর সাথে সাথে উনি বলেন, সংসদেও PoK কে ভারতের অংশ বলে মানা হয়েছিল পুরো জম্মু কাশ্মীর ভারতের অংশ। নতুন সেনা প্রধান বলেন, আমরা উন্নত হাতিয়ার দিয়ে চীন আর পাকিস্তান সীমান্তে কড়া নজর রেখেছি।