বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। উত্তরপ্রদেশের যোগী সরকার বারবার এমন সিদ্ধান্ত নিয়েছে যা পছন্দ হয়নি মাদ্রাসা কর্তৃপক্ষের। এর আগেই আভাস পাওয়া যাচ্ছিল হয়তো বদল আসতে পারে মাদ্রাসার সিলেবাসে।
বুধবার মাদ্রাসা শিক্ষা পরিষদের তরফ থেকে সেই ঘোষণাই করা হল। মাদ্রাসার পড়ুয়ারা আগামী শিক্ষাবর্ষ থেকে পড়াশোনা করবে কেন্দ্রীয় শিক্ষা সংসদ অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এর তৈরি করা সিলেবাসে। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ জাবেদ তার বক্তব্যকে প্রকাশ্যে তুলে ধরেছেন।
তিনি জানিয়েছেন, “নতুন সিলেবাসে গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে। এবার থেকে অংক, বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা পাবে মাদ্রাসার পড়ুয়ারা।” প্রসঙ্গত ,ওয়াকফ বোর্ড গত বছর নভেম্বরে জানায় যে বদল আসতে চলেছে মাদ্রাসার সিলেবাসে। NCERT তৈরি করবে নতুন সিলেবাস। রাজ্যে সেই সিলেবাস কার্যকর করা হবে।
এর পাশাপাশি ওয়াকফ বোর্ড জানিয়েছে, মাদ্রাসায় আগামী দিনে শিক্ষা নিতে পারবে সব ধর্মের পড়ুয়ারা। এছাড়াও পড়ুয়াদের জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট রঙের ইউনিফর্ম। ওয়াকফ বোর্ডের প্রধান শাদাব শামস বলেছেন, “মাদ্রাসা পড়ুয়াদের মূল স্রোতে আনাই প্রধান লক্ষ্য। পরবর্তীকালে চেষ্টা করা হবে সিবিএসই অথবা রাজ্য বোর্ডের অনুমোদনের।”