বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে স্থানান্তরিত হয়ে চলে গেল সংযুক্ত আরব আমিরশাহীতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ। তবে এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি নিয়ে কিছু বলা হয়নি।
সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ আয়োজিত হলেও বিশ্বকাপ আয়োজন এর সমস্ত দায়িত্ব থাকবে ভারতের হাতে। বিসিসিআই সমস্ত দায়িত্ব নিয়ে সংযুক্ত আরব আমিরাশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। তবে আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়াই সবথেকে বেশি সুবিধা পাবে পাকিস্তান ক্রিকেট দল, এমনটাই দাবি করলেন পাকিস্তানের উইকেট রক্ষক কামরান আকমল।
এর পিছনে কারণ হিসেবে কামরান আকমল বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ব্যান হওয়ার কারণে গত 9-10 বছর ধরে আমরা সংযুক্ত আরব আমিরশাহীকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছি। আমরা সমস্ত সিরিজ সংযুক্ত আরব আমিরশাহীতেই খেলি। এর ফলে এখানকার পরিবেশ, আবহাওয়া এবং মাঠের কন্ডিশন সব আমাদের জানা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরসাহিতে হলে আমরাই সবথেকে বেশি সুবিধা পাবো।”