বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবরে শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ভারতের বিশ্ব জয়ের লড়াই। এই বিশ্ব জয়ের লড়াইয়ের জন্য ইতিমধ্যেই সেনানীদের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। একদিকে যেমন নির্বাচকদের হাত ধরে ফের একবার সীমিত ওভারের ক্রিকেট জীবনকে আরও দীর্ঘ করার সুযোগ পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। তেমনি অনেক খেলোয়াড় রয়েছেন যাদের জন্য সুযোগ আসেনি। এদের মধ্যে শিখর ধাওয়ানের নাম অবশ্যই সবার উপরে উঠে আসতে পারে একইসঙ্গে নাম নিতে হবে যুজবেন্দ্র চাহালেরও। তবে এমন অনেক খেলোয়াড়ই রয়েছেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় যাদের ক্যারিয়ারই শেষ করে দিতে পারে। আসুন আজ দেখে নেওয়া যাক এমন দুজন খেলোয়াড়কে যাদের টি-টোয়েন্টি ক্রিকেট জীবন শেষ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কুলদীপ যাদবঃ
কুলদীপ যাদব এমন একজন বোলার যিনি কার্যত কয়েক বছর আগেই হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শক্তি। দুনিয়া জুড়ে ব্র্যাড হগের পর যখন চায়নাম্যান বোলিং প্রায় ব্রাত্য হতে শুরু করেছে, তখনই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই বাঁহাতি বোলার। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
কিন্তু লাগাতার খারাপ ফর্ম বড় প্রভাব ফেলল তার ক্রিকেট জীবনে। টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র ২১ ম্যাচে ৪১ টি উইকেট থাকা স্বত্তেও কার্যত ভারতীয় দলে এখন ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। এর কারণ অবশ্যই আইপিএলে তার খারাপ ফর্ম, এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধেও বড় তাকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা, কিন্তু এই সিরিজেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন কুলদীপ। আর তাই অনেকেই মনে করছেন t20 ক্রিকেট জীবন এবার শেষের পথে।
মনীষ পান্ডেঃ
ভারতীয় দলের নির্ভরশীল চার নম্বর ব্যাটার হিসেবে বারবারই সুযোগ এসেছে মনীষের কাছে। স্বাভাবিকভাবেই সূর্যকুমারদের আগে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন তিনিই। এমনকি তার টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার দেখতে গেলে দেখা যায় ৪৪.৩১ ব্যাটিং করে ৩৯ টি ম্যাচে ৭০৯ রান সংগ্রহ করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের কথা মাথায় রাখলে এই রেকর্ড যথেষ্ট ভালো। কিন্তু মনীষের সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতার অভাব। যার ফলেই ভারতীয় দল থেকে বারবার বাদ পড়তে হয়েছে তাকে।
এমনকি আইপিএলেও এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম বড় উইক পয়েন্ট এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কা সিরিজেও তাকে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি। যার জেরে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারও শেষ বলেই মনে করছেন অনেকে।