বড় খবরঃ স্থগিত হবে টি-২০ ওয়ার্ল্ড কাপ! এর বদলে আয়োজিত হবে IPL

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাসে আয়োজিত হওয়া টি ২০ ওয়ার্ল্ড কাপ ২০২০ (T20 World Cup 2020) এর স্থগিত হওয়া প্রায় নিশ্চিত। আর এর ঘোষণা এই মাসেই করা হতে পারে। অস্ট্রেলিয়ার মিডিয়া রিপোর্টস অনুযায়ী, টি ২০ ওয়ার্ল্ডকাপের সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (Indian Premier League) আয়োজন হলে আর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেট টিম ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, IPL ২০২০ এর আয়োজন টি ২০ ওয়ার্ল্ড কাপ ২০২০ এর জায়গায় হতে পারে। ICC বোর্ড এই সপ্তাহে টি ২০ ওয়ার্ল্ড কাপ স্থগিত করার ঘোষণা করতে পারে। আপনাদের জানিয়ে দিই, টি২০ ওয়ার্ল্ডকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়ার এই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব না। আর এই কারণে টি ২০ ওয়ার্ল্ড কাপ পিছিয়ে দেওয়া হতে পারে।

অস্ট্রেলিয়ার মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের খেলোয়াড়দের IPL খেলার অনুমতি দেবে তাঁরা। কিন্তু তাঁর আগে ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেল্বে অস্ট্রেলিয়া। এরপর IPL 2020 এশিয়া অথবা দুবাইয়ের হলেও যেতে পারবে তাঁরা।

অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য টেলিগ্রাফ অনুযায়ী, অস্ট্রেলিয়ার খেলয়ারদের ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আর ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে টি ২০ ওয়ার্ল্ড কাপ স্থগিত করার ঘোষণা হতে পারে।

X