বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের একেবারে শেষ লগ্নে অর্থাৎ অক্টোবর- নভেম্বর মাসে ভারতে বসতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? ভারতের ওপেনিং জুটিই বা কেমন হবে? এই নিয়ে ছোট্ট একটি মন্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিসিএক্স লক্ষ্মণ। তার মতে বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটির পরিবর্তন ঘটতে চলেছে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তারকা ভারত ওপেনার কে এল রাহুলকে। সে ক্ষেত্রে বাদ যেতে পারেন ভারতের সিনিয়র ওপেনার শিখর ধাওয়ান।
দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেত শিখর ধাওয়ানকে। ভারতকে ক্রিকেটকে অনেক ম্যাচ জিতিয়েছে এই ওপেনিং জুটি। তবে সম্প্রতি কয়েক মাস যাবৎ একেবারে ফর্মে নেই ভারত ওপেনার শিখর ধাওয়ান। সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে রাহুলের খেলার সম্ভাবনা দেখছেন ভিভিএস লাক্সন।
স্টার স্পর্টসের এক ক্রিকেট প্রোগ্রামে ভিভিএস লাক্সন বলেন, ” দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে ওপেনিং করে আসছেন শিখর ধাওয়ান। তিনি গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে দিল্লির হয়ে ওপেনিংয়ে নজর কেড়েছিলেন। তবে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ফর্মে আছেন কে এল রাহুল। তিনি গত আইপিএলে আমিশাহির মাটিতে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন এবং অরেঞ্জ ক্যাপও পেয়েছিলেন। সেই কারণে শিখর ধাওয়ান এর পরিবর্তে কে এল রাহুলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং হিসেবে দেখছেন লক্ষ্মণ। তবে এটা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষে বেশ কঠিন সিদ্ধান্ত হতে চলেছে তাও জানিয়েছেন লক্ষ্মণ।