ঘোষিত হল টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচের দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের জন্য ভারতের বদলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। গতকালই এই বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। আজকে আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হল আগামী 17 ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল ম্যাচটি হবে 14 ই নভেম্বর।

t20 world cup trophy icc 415x246 1

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারলে আমরা খুবই খুশি হতাম। তবে করোনা ভাইরাস এর কারণে সেটা সম্ভব হচ্ছে না। সেই কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের। তবে বিসিসিআই মুখিয়ে রয়েছে এই দুই দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার জন্য।

t20 world cup trophy icc 415x246 1

আইসিসি তরফ থেকে জানানো হয়েছে, দুবাই, আবুধাবি, শারজা এবং মাসকাট এই চার জায়গায় খেলা হবে। তবে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পেরে আমরা খুবই দুঃখিত। তবে আমরা বিসিসিআই ও আমিরশাহী ক্রিকেট বোর্ডের সঙ্গে একসাথে কাজ করব এবং এমনভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবো যাতে দর্শকরা সুষ্ঠুভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারে। সেই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে ক্রিকেটারদের জীবনের কথাও।


Udayan Biswas

সম্পর্কিত খবর