নির্বাচনে দাঁড়াতে পদত্যাগ করা তৃণমূল বিধায়ক মানিকবাবু ফের হচ্ছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান

বাংলা হান্ট ডেস্কঃ একসময় নির্বাচনে লড়াইয়ের জন্য প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান (Prathmik Shiksha Sansad chairman) পদ থেকে পদত্যাগ করেছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharjee)। সেই সূত্র ধরেই কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিগত নির্বাচনে তাকে প্রার্থীও করেছিল তৃণমূল কংগ্রেস(Trinamool Congress )। নিকটবর্তী প্রার্থী বিজেপির বিভাস চন্দ্র মন্ডলকে (Bivas Chandra Mondal) পরাজিত করে এলাকার বিধায়কও হয়েছেন মানিকবাবু। তবে আপাতত তাকেই আবার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে ফিরিয়ে আনতে চায় স্কুল শিক্ষা দপ্তর। মানিকবাবু পদত্যাগ করার পর থেকে চেয়ারম্যানের আসনটি অবশ্য খালিই রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, পলাশী পাড়ার বিধায়ক হলেও আবার পুরনো পদে ফিরতে চলেছেন মানিক ভট্টাচার্য। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এক ব্যক্তি দুটি প্রশাসনিক পদ সামলাতে পারেন কি? স্কুল শিক্ষা দপ্তরের দাবি, আইনত কোথাও এ কথা বলা হয়নি যে একজন বিধায়ক প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হতে পারবেন না। সেই সূত্র ধরেই আবারও মানিক ভট্টাচার্যকেই বেছে নিয়েছেন তারা।

জানা গিয়েছে এই বিষয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করতে পারে স্কুল শিক্ষা দপ্তর। গতকালই বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছিল, আগামী সেপ্টেম্বর পর্যন্ত চেয়ারম্যান পদের দায়িত্ব সামলাবেন মানিক ভট্টাচার্য। সেই সূত্রে আজকের বৈঠকে পুরনো দায়িত্বে ফিরে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দিতে পারেন তিনি।

এক অর্থে বলতে গেলে আজ থেকেই শুরু হচ্ছে তার নতুন পথ চলা। তবে স্কুল শিক্ষা দপ্তর একাধিক যুক্তি দিলেও মানিক বাবুর চেয়ারম্যান পদে বসা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আগামী দিনের বিরোধীরা এই ইস্যু নিয়ে সরব হন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর