মুম্বাই-দিল্লি সহ ৯ টি শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঠাঁই পেল কি কলকাতা?

বাংলা হান্ট ডেস্কঃ যেহেতু এই মুহূর্তে ভারতবর্ষে ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে সেই কারণে ভারতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বছরের শেষে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতে বিশ্বকাপ করানো সম্ভব হবে কিনা সেই নিয়ে চলছে জোর আলোচনা।

আগামী 12 ই জুন এই নিয়ে আইসিসি একটি বৈঠক ডেকেছে। তবে তার আগে বিসিসিআই কর্তারা নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা সেরে ফেলতে চায়। আগামী 29 শে মে বিসিসিআই একটি বৈঠকের আয়োজন করেছে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে যাবতীয় আলোচনা করবে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।

n280918238b9f0eb808f789e44b04a6e4bc61195a7301759649f006743818ab4546b2154be

প্রাথমিকভাবে বিসিসিআই কর্তারা ভারতের ন’টি শহরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবনা চিন্তা করছে। সেই শহর গুলি হল মুম্বাই, কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, আমেদাবাদ, লখনউ এবং ধর্মশালা। ইতিমধ্যেই বিসিসিআই তরফ থেকে এই নটি রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে করোনার এই কঠিন পরিস্থিতিতে তারা যাতে সমস্ত রকম পরিকল্পনা সেড়ে ফেলে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হতেও পারে তবে তারা যাতে প্রস্তুতিতে কোন প্রকার খামতি না রাখে।

Udayan Biswas

সম্পর্কিত খবর