বাংলা হান্ট ডেস্ক: পোশাকের জন্য বিদেশের ওপর নির্ভর করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের শপিং মলে কেনাকাটা করেন না তিনি। এমন নয় যে, ভারতের জামা-কাপড় পছন্দ নয় তার। পাপারাজ্জির ভয় সেখানে। অগত্যা বিদেশ গিয়ে কেনাকাটা করেন। তাই তাপসী শপিং মলে গিয়ে জামাকাপড়ও কিনতে পারেন না আজকাল।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানালেন, রাজধানী শহর দিল্লিতেই তার বেড়ে ওঠা।সেখানে নিয়মিত আড্ডা দিতেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ২০১৫ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘বেবি’র সাফল্যের পর বদলে যায় সবকিছু।
তাপসী বলেন, “রাস্তায় এখন আর আগের মতো ঘুরে বেড়াতে পারি না, পুরোনো বন্ধুদের সঙ্গে পুরোনো জায়গায় আর যেতে পারি না”। আরো বলেন যে, “মানুষজন আমাকে ভালোবাসেন, সে জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ। কিন্তু, নিজের জন্য যে একটা স্পেস দরকার হয় তা অনেক সময়তেই ভুলে যান অনেকে। খারাপ লাগে যখন দেখি বারণ করা সত্ত্বেও রাত বিরাতে ভক্তরা ফোন করছেন অথবা আমি বাড়ি পৌঁছেছি কিনা তা বারবার জানতে চান। এতে নিজের পরিবারের ওপরেও এর প্রভাব পড়ে”।
তিনি জানান,”এমনটা নয় যে দামি ব্র্যান্ডের জামা কাপড় পরবো বলে বিদেশে গিয়ে কেনাকাটা করি। বাধ্য হই, তাই যাই”।