মিতালী রাজের চরিত্রে তাপসী, প্রকাশ‍্যে এল সৃজিতের ‘সাবাশ মিথু’র প্রথম ঝলক

বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ‍্যে এল বহু প্রতীক্ষিত মহিলা ক্রিকেটার মিতালী রাজের (Mithali Raj) বায়োপিকের টিজার (Teaser)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন তাপসী পন্নু। ‘সাবাশ মিথু’ ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিৎ মুখোপাধ‍্যায় (Srijit Mukherjee)।

বায়োপিকের প্রথম ঝলকে মিতালী রাজ ছাড়াও মহিলা ক্রিকেট দলের সাফল‍্যের ছবিও ফুটে উঠেছে।  টিজারে মিতালী রূপে দেখা মিলেছে তাপসীর। চোখে মোটা করে কাজল, ভারতীয় ক্রিকেট দলের জার্সি, মাথায় হেলমেট পরে ব‍্যাট হাতে তৈরি মিতালী রাজ। টিজার ভিডিওটি শেয়ার করে তাপসী লিখেছেন, ‘জেন্টলম‍্যানদের খেলায় ইতিহাস নতুন করে লিখতে চাননি তিনি। তার বদলে তিনি ইতিহাস তৈরি করলেন!’

cropped Mithali Raj 2
২৩ বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন মিতালী। চারটি বিশ্বকাপে তিনি অধিনায়কত্ব করেছেন দলের। পরপর সাতটি অর্ধ শতরানও করেছেন এক দিনের আন্তর্জাতিক ম‍্যাচে। এবার তাঁর ক্রিকেট সফরের কাহিনি ফুটে উঠবে সেলুলয়েডের পর্দায়।

https://www.instagram.com/tv/CbWqnvYosXL/?utm_medium=copy_link

প্রসঙ্গত, এই ছবিটি প্রথমে পরিচালনার কথা ছিল ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়ার। কিন্তু গত বছর জুনে একটি বিবৃতি জারি করে এই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষনা করেন তিনি। তিনি লেখেন, এই প্রোজেক্টটি তাঁর ‘স্বপ্নের ছবি’ ছিল।

taapsee pannu 1
কিন্তু করোনা সবার শিডিউলই উলট পালট করে দিয়েছে। ব‍্যতিক্রম নন পরিচালক নিজেও। শুধুমাত্র শিডিউলের সমস‍্যার জন‍্য এই ছবি থেকে সরে দাঁড়াতে বাধ‍্য হচ্ছেন তিনি। তবে ছবির সঙ্গে যুক্ত সকলকে ভবিষ‍্যতের জন‍্য শুভেচ্ছা জানান তিনি। ছবির আগাম সাফল‍্যও কামনা করেন রাহুল ঢোলাকিয়া।

তারপরেই তাঁর জায়গায় আসেন পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। এই বিষয়ে জাতীয় সংবাদ মাধ‍্যমকে সৃজিত বলেন, তিনি ক্রিকেট ভক্ত। মিতালী রাজ বরাবরই তাঁকে মুগ্ধ করেছেন। সেখানে বলিউডে তাঁর বায়োপিক তৈরি হওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। আর এখন তিনি নিজেই এই ছবির অংশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর