বাংলাহান্ট ডেস্ক: একে একে বিদায় নিচ্ছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah) খ্যাত অভিনেতা অভিনেত্রীরা। গত তিন বছর ধরেই এই জনপ্রিয় সিরিয়াল সংক্রান্ত কোনো না কোনো খারাপ খবর সামনে আসছে। এবারে ফের এক মৃত্যু সংবাদ এল বলিউডে। প্রয়াত তারক মেহতা খ্যাত অভিনেতা সুনীল হোলকার (Sunil Holkar)। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।
গুরুতর অসুস্থ ছিলেন সুনীল। লিভার সোরাইসিসে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। কিন্তু তাঁর যে এমন পরিণতি হবে তা ভাবতে পারেনি কেউই, শুধু সুনীল নিজে ছাড়া। তিনি আগেই বুঝতে পেরেছিলেন, তাঁর আয়ু আর বেশিদিন নেই। তাই এক বন্ধুকে অনুরোধ করেছিলেন, তাঁর হয়ে শেষ বার্তাটা দিয়ে দিতে।
জানা যাচ্ছে, মৃত্যুকে আগে থেকেই অনুভব করতে পেরেছিলেন সুনীল। তাই এক বন্ধুকে বলেছিলেন তাঁর হয়ে হোয়াটসঅ্যাপে শেষ বার্তা দিয়ে দিতে। সেখানে তিনি সবার কাছে বিদায় নিয়ে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেন। সবার প্রতি ভালবাসা জানিয়ে বিদায় নেন সুনীল। সেই বার্তা তাঁর হয়ে পোস্ট করে দিতে বলেন এক বন্ধুকে।
বাবা, মা, স্ত্রী, দুই সন্তানকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল। মাত্র ৪০ বছর বয়সে তাঁর অকালমৃত্যু শোকের পরিবেশ তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে। তারক মেহতা কা উলটা চশমার জন্য জনপ্রিয় হলেও একাধিক মরাঠি ছবিতেও অভিনয় করেছেন সুনীল। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘গোশত একা পৈঠানিচি’ ছবিতে। জাতীয় পুরস্কার জিতেছিল এই ছবি। দীর্ঘদিন ধরে থিয়েটারের মঞ্চেও কাজ করেছেন সুনীল।
দু বছর আগে প্রয়াত হন তারকা মেহতা খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়ক। নট্টু কাকা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। অনেক দিন ধরেই গলার ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। অস্ত্রোপচারের পরেও সারানো যায়নি রোগ। ৬৭ বছর বয়সে প্রয়াত হন তিনি।
তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে প্রয়াত হন তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালের এক লেখক অভিষেক মকবানা। ২০২০ সালের ২৭ নভেম্বর আত্মহত্যা করেন অভিষেক।