বাংলা হান্ট ডেস্ক : বলিউডে নায়ক-নায়িকাদের পর্দার রসায়নের থেকে বাস্তবের রসায়নটা বেশ জমজমাটি। অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের প্রেমপর্ব নতুন কিছু নয়। সেই সূচনা পর্ব থেকেই অভিনেত্রীদের প্রেমে পাগল হতেন অভিনেতারা। কারোর ক্ষেত্রে বিয়ে হলেও কারোর ক্ষেত্রে আবার সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি। তেমনই নব্বইয়ের দশকের অন্যতম সফল জুটি হল তাব্বু ও অজয় দেবগন। তাঁদের প্রেম কাহিনী নিয়ে বলিউডে কম চর্চা হয় নি। যথেষ্ট সুন্দরী ও কেরিয়ারে সফল এই অভিনেত্রীর সঙ্গে অজয়ের সম্পর্ক অনেক দূর এগিয়েছিল।
কিন্তু সেই সম্পর্কের সত্যতা নিয়ে যদিও প্রশ্ন ছিল। পরে কাজলের সঙ্গে অজয়ের প্রেম ও বিয়ে হয়। কিন্তু পুরাতন সম্পর্ককে অজয় ভুলে গেলেও ভুলতে পারেননি তাব্বু।এমনটাও বলেন কেউ কেউ। এখনও বলিউডের এই অভিনেত্রী অবিবাহিতই রয়ে গেছেন। তবে তাঁর জন্য অনেক বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে এবার তাঁর বিয়ে না করার কারণ জানালেন নিজের মুখেই।
তাঁর বিয়ে না করার কারণ প্রসঙ্গে বলতে গিয়ে তাব্বু জানিয়েছেন, “আমার বিয়ে হলনা অজয় দেবগনের অন্য।“ তাব্বুর এই স্বীকোরক্তি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি টাউনে। প্রেম নাকি আরও বড় কোনো সত্যই আছে তাঁদের সম্পর্কে। অনেকেই বলছেন প্রেম কার না হয়নি কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন করে প্রেমে পড়ে বিয়ে করেছেন এমন বলিউড অভিনেত্রীর সংখ্যা নেহাতই কম নয়। তাহলে কেন তাব্বু অজয়ের জন্য অবিবাহিত থাকলেন।
তবে তাব্বু জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি পারিবারিক দিক দিয়ে অজয়ের সঙ্গে তাব্বুর একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি তাব্বুর প্রতি অজয় যথেষ্ট কেয়ারিং ছিলেন বলেও জানিয়েছে সে। এমনকি তাঁর অল্প বয়সে যদি কোনো ছেলে তাঁর সাথে কথা বলতে আসত সেক্ষেত্রে অজয় বাধাও দিতে বলে জানান তিনি। ঠিক সে কারণেই নাকি কারনেই নাকি তিনি কোনো সম্পর্কে জড়াতে পারেননি।