ঘটল না কোনো মিরাকল, বিভ্রান্তি কাটিয়ে চিরশান্তির দেশে পাড়ি দিলেন শিল্পী জাকির হুসেন

বাংলাহান্ট ডেস্ক : ঠেকানো গেল না অঘটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তবলা কিংবদন্তি জাকির হুসেন (Zakir Hussain)। সোমবার এ খবরে শিলমোহর দেন শিল্পীর পরিবার। রবিবার শিল্পীর মৃত্যু সংবাদ নিয়ে বিভ্রান্তি ছড়ালেও সোমবার পরিবারের তরফেই প্রকাশ করা হল দুঃসংবাদটা। ৭৩ এ প্রয়াত হলেন জাকির হুসেন (Zakir Hussain)।

পরিবারের তরফে জানানো হয়েছে জাকির হুসেনের (Zakir Hussain) মৃত্যু সংবাদ

তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে শিল্পীর। গত দু সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিস্থিতি সঙ্কট জনক হয়ে ওঠায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। জাকির হুসেনের (Zakir Hussain) বোন খুরশিদ সংবাদ মাধ্যমকে জানান, ভেন্টিলেশন মেশিন সুইচ অফ করার পর চির শান্তির দেশে পাড়ি দেন তিনি। সানফ্রান্সিসকো সময়ের হিসেবে বিকেল ৪ টে নাগাদ শিল্পী প্রয়াত হন বলে জানিয়েছেন তিনি।

Tabla maestro zakir hussain passed away confirmed by family

খবর নিয়ে ছড়িয়েছিল বিভ্রান্তি: এক বিবৃতিতে জাকির হুসেনের (Zakir Hussain) পরিবারের তরফে বলা হয়েছে, ‘এক অসামান্য উত্তরাধিকার তিনি রেখে গেলেন, যা বিশ্বের সর্বত্র অসংখ্য সঙ্গীতপ্রেমীরা স্মরণ করবে। ভবিষ্যৎ প্রজন্মেও থাকবে তাঁর সৃষ্টির ছাপ’। রবিবার শিল্পীর মৃত্যু সংবাদ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। সর্বত্র তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর তাঁর বোন জানিয়েছিলেন, খবর ভুয়ো। সঙ্কট জনক হলেও জীবিত রয়েছেন জাকির (Zakir Hussain)। ভুয়ো খবরে বিশ্বাস না করার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের চেষ্টা, অনুরাগীদের আকুল প্রার্থনা ব্যর্থ করে পরপারের উদ্দেশে পাড়ি দিলেন কিংবদন্তি শিল্পী।

আরো পড়ুন : দিব্যা ভারতী থেকে সুশান্ত, বলিউডের যে ছবিগুলি কোনোদিন দেখতে পারবে না মুক্তির আলো

ছোট বয়সে শুরু তবলা শিক্ষা: ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুনিয়ায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে জাকির হুসেনের (Zakir Hussain) নাম। তিনি ছিলেন আরেক কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লাহ রাখা খানের সুযোগ্য পুত্র। মাত্র সাত বছর বয়সেই তবলা শিক্ষায় হাতেখড়ি হয় জাকিরের (Zakir Hussain)। আর মাত্র ১২ বছর বয়স থেকেই সারা দেশে জুড়ে অনুষ্ঠান করতে শুরু করেন তিনি।

আরো পড়ুন : কর্মক্ষেত্রে অমানুষিক চাপ, নিজের চারটে আঙুল কেটে ফেললেন যুবক….তারপরে যা হল, জানলে শিউরে উঠবেন

পেয়েছেন বহু পুরস্কার: শুধু ভারতীয় সঙ্গীত নয়, আন্তর্জাতিক সঙ্গীত জগতেও অনন্য অবদান রয়েছে জাকির হুসেনের (Zakir Hussain)। অসংখ্য ভারতীয় এবং আন্তর্জাতিক ছবির জন্য সঙ্গীত তৈরি করেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে অগুনতি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন জাকির হুসেন (Zakir Hussain)। প্রথমে ১৯৮৮ সালে পদ্মশ্রী, তারপর ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। পাশাপাশি ভারতীয় সঙ্গীতের সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন তিনি। পাশাপাশি চারটি গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। শিল্পীর পরিবারে রয়েছেন স্ত্রী অ্যান্টোনিয়া মিনেকোলা এবং দুই মেয়ে আনিসা কুরেশি এবং ইসাবেলা কুরেশি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর