বাংলা হান্ট ডেস্কঃ চায়ের দোকান হলো এমন একটি জায়গা, যেখানে সারা দিনের গল্প থেকে শুরু করে দেশ, বিদেশ, রাজনীতি এবং খেলাধুলার বিষয় নিয়ে আলোচনায় মেতে ওঠে মানুষ। কখনো শান্তিপূর্ণ আলোচনা তো কখনো আবার দুই পক্ষের ঝগড়া মাঝে চায়ের কাপে ওঠে তুফান। তবে কখনো কি শুনেছেন, টেবিল ফ্যানে হাওয়া খাওয়ার জন্য সংঘর্ষ বেঁধেছে! শুনতে অবাক লাগলেও সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের রামগঞ্জ কালুগছ গ্রামে। শুধু তাই নয়, পরবর্তীকালে সেই বদলা নেওয়ার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। বর্তমানে এই ঘটনায় দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ এবং তারা সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করে দিয়েছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের কালুগছ গ্রামে সকাল হতেই রোজকারের মতো এলাকার একটি চায়ের দোকানে আড্ডায় বসে বেশ কয়েকজন মানুষ। অভিযোগ, সেই সময় কায়সার আলম নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয় এবং পরবর্তীতে দোকানে উপস্থিত টেবিল ফ্যানকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এরপর সেখানে উপস্থিত বেশ কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করলে দুইপক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। এলাকাবাসীদের মতে, সেই সময় বিবাদ মিটেও যায়। তবে এই ঘটনার কথা সহজে ভুলতে পারেনি কায়সার।
পুলিশ সূত্রে খবর, সকালে ঘটনাটি মিটে গেলেও পরবর্তীতে দুপুরের দিকে কয়েকজন দুষ্কৃতী মিলে এলাকায় এসে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। আচমকা গুলি ছোড়ার কারণে গুরুতরভাবে জখম হয় দুই কিশোর, যারা সকালে চায়ের দোকানে উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। পরবর্তীতে আহত দুই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় পুলিশ।
এলাকাবাসীদের মতে, এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে কায়সার নামে ওই যুবকটি এবং চায়ের দোকানে বিবাদের কারণেই কায়সার সহ আরো কয়েকজন দুষ্কৃতী দ্বারা এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে মত তাদের। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ এবং অভিযুক্তদের কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।