ভিডিওঃ করোনা চিকিৎসার জন্য দুবার প্লাজমা দান করেছি, দরকার পড়লে আরও ১০ বার দেবঃ জামাত সদস্য

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে একদম আমি আমার বাড়ির মতো ছিলাম। ডাক্তার, নার্সেরা আমার খুব ভালো মতো যত্ন নিয়েছে, ওঁরা সবাই খুব ভালো আর নিজের পরিবারের মানুষের মতই আমাদের যত্ন নিয়েছে। এটি বলেন, তাবলীগ জামাতের সদস্য আরশাদ আহমেদ, তাবলীগ সদস্য আরশাদ হরিয়ানার ঝাঁঝরের এইমস করোনা হাসপাতালে ভর্তি ছিল।

আরশাদ জানায়, আমি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করা দুবার প্লাজমা দিয়েছি। এটা আমি করেছি করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য। আগামী দিনে দরকার পড়লে আমি আরও ১০ বার প্লাজমা দান করব। আপনাদের জানিয়ে দিই, আরশাদের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরশাদ জানায়, হাসপাতালে স্টাফ আমাদের খুব সহযোগিতা করেছে। সে জানায়, আমি মহারাষ্ট্রের অমরাবতী জেলার বাসিন্দা, কিন্তু আমি হরিয়ানার হাসপাতাল আর আমার বাড়ির মধ্যে কোন পার্থক্য পাইনি।

আরশাদ জানায়, আমাদের সবার উচিৎ করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সরকারের সহযোগিতা করা। নির্ধারিত নিয়মের পালন করে রমজানে মসজিদে না গিয়ে সবাইকে ঘরে বসেই নামাজ পড়া উচিৎ।


Koushik Dutta

সম্পর্কিত খবর