করোনাকে হারিয়ে সুস্থ দিল্লীর এক হাজার জামাতি, বাড়ি ফেরার আদেশ দিলো দিল্লী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর নিজামুদ্দিনে (Nizamuddin) জামাতের সাথে যুক্ত রোগীদের নিয়ে দিল্লী সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো। দিল্লীর স্বাস্থ আর স্বরাষ্ট্র মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, প্রায় এক হাজার করোনা সংক্রমিত জামাতি সুস্থ হয়েছে, আর তাদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যাঁদের উপর মামলা চলছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে।

আপনাদের জান্যে দিই, চার হাজারের বেশি মানুষকে মার্চের শেষে নিজামুদ্দিন মরকজ অথবা অন্যান্য জায়গা থেকে পাকড়াও করা হয়েছিল। তাদের মধ্যে এক হাজারের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছিল। বাকিদের আলাদা আলাদা জায়গায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। যারা করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে, সরকার তাদের বাড়িতে যাওয়া আদেশ দিয়েছে।

উল্লখ্য, দেশের করোনার ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য মাস খানেকের উপর ধরেই তাবলীগ জামাত চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেক রাজ্যের সরকারই রাজ্যে দ্রুত গতিতে করোনা ছড়িয়ে পড়ার জন্য তাবলীগ জামাতিদের দায়ি করেছে।

মার্চ মাসে করোনার আশঙ্কার মধ্যে মরকজে নিয়মের লঙ্ঘন করে পরচুর পরিমাণে জামাতি একত্রিত হয়েছিল। তাদের মধ্যে অনেকের শরীরেই করোনার লক্ষণ পাওয়া যায়। এরপর দিল্লী মরকজের প্রধান মৌলান সাদ এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এখনো পর্যন্ত দিল্লী পুলিশ মৌলানা সাদকে গ্রেফতার করতে পারেনি। যদিও টেস্টের পর মৌলনা সাদের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর