জোরে বোলিং বাদ দিয়ে স্পিনার হয়ে বিশ্বের ১ নম্বর টি-২০ প্লেয়ার, এবার গড়লেন বিশ্ব রেকর্ড

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার শ্রীলংকার বিরুদ্ধে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে একদিকে যেমন রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে নায়ক হয়ে উঠেছিলেন মিলার এবং বাভূমা, তেমনি প্রথম পর্বে বল হাতে নায়ক হয়ে ওঠেন সামসি, প্রিটোরিয়াসরা। একইসঙ্গে এই ম্যাচে এক অনবদ্য রেকর্ডও গড়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ সামসী।

শ্রীলংকার বিরুদ্ধে ১৭ রানে ৩ উইকেট দখল করার পরেই বিশ্বরেকর্ডটি গড়েন এই বাঁহাতি স্পিনার। এক ক্যালেন্ডার বর্ষে এখনও পর্যন্ত তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি কোনও বোলার। এবছর সব মিলিয়ে তোর জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২ উইকেট শিকার করেছেন সামসি। শনিবার শ্রীলংকার বিরুদ্ধে ভানুকা রাজাপাকসে (০), আবিষ্কা ফার্নান্দো (৩) ও ওয়ানিন্দু হাসরাঙ্গার (৪) উইকেট শিকার করার সাথে সাথেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। শনিবার তিনি পেরিয়ে যান অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার অ্যান্ড্রু টাইকে। ২০১৮ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৩১ টি উইকেট শিকার করে এই অনবদ্য কৃতিত্ব অর্জন করেছিলেন টাই।

সামসি ক্রিকেট কেরিয়ার এখনও যথেষ্ট নবীন। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ৪৫ টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তবে এরই মধ্যে ২১ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৫৩ টি উইকেট। জানিয়ে রাখি আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সমস্ত টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তার কেরিয়ার দেখতে গেলে পর্যন্ত ১৭০ ম্যাচে ১৯১ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। উল্লেখ্য এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলারও তিনিই। আশ্চর্যের কথা এই যে সাউথ আফ্রিকার রীতি অনুযায়ী একসময় জোরে বোলার হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন সামসি। যদিও পরে তিনি স্পিনকে অস্ত্র হিসেবে বেছে নেন।

আজকের ম্যাচে এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালের সুযোগ এখনও অব্যাহত রইল দক্ষিণ আফ্রিকার। যদিও এই প্রথম গ্রুপ থেকে সবচেয়ে বড় দাবিদার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। কারণ এখনও পর্যন্ত নিজেদের দুটি ম্যাচের দুটিতেই জয়লাভ করেছে তারা। তবে তিন ম্যাচের মধ্যে দুটি জিতে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাছাড়া শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তাই একটি দল আজই প্রথম পরাজয়ের স্বাদ পাবে। লড়াইটা আজ থেকে আরও বেশি কঠিন হয়ে উঠবে এই গ্রুপের জন্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর