যাঁর জন্য ৫১ বছর ধরে অবিবাহিত সেই অভিনেতার সঙ্গেই পরকীয়া টাবুর! নামটা জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একাধারে সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী টাবু (Tabu)। কয়েক দশক ধরে একটানা ইন্ডাস্ট্রি তথা দর্শকদের অনবদ্য সব ছবি উপহার দিয়ে আসছেন তিনি। তাঁর অভিনয়ের ভক্ত সব বয়সের দর্শকরাই। কিন্তু কেরিয়ারে অত্যন্ত সফল হলেও ব্যক্তিগত জীবনটা তেমন গুছিয়ে উঠতে পারেননি টাবু। ৫০ পেরিয়েও অবিবাহিত রয়ে গিয়েছেন তিনি। আর তাঁর এই পরিস্থিতির জন্য দায়ী যে অভিনেতা এবার তাঁর সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লেন টাবু।

বলিউডের এক অভিনেতার জন্যই নাকি আজো বিয়ে হয়নি টাবুর। সেই অভিনেতা আর কেউ নন বরং অজয় দেবগণ (Ajay Devgan)। ৫০ পেরিয়েও আইবুড়ো থেকে যাওয়ার জন্য তাঁকেই দায়ী করেন টাবু। অজয় অবশ্য অনেক দিন আগেই ব্যক্তিগত জীবনে সেটল করে গিয়েছেন। কাজলের সঙ্গে সুখী ঘরকন্না সাজিয়েছেন তিনি। কিন্তু এবার তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটল তাঁর সংসারেও। খোদ টাবুর সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লেন অজয়!

ঘরে স্ত্রী থাকতেও নাকি টাবুর প্রেমে পড়েছেন অভিনেতা। নিজের প্রায় প্রতিটি ছবিতেই তাঁকে নেওয়ার চেষ্টায় থাকেন অজয়। কিন্তু টাবু বেশিরভাগ সময়েই এড়িয়ে যান। মানুষের সন্দেহ থেকে বাঁচতেই নাকি অজয়কে যথা সম্ভব এড়িয়ে চলেন অভিনেত্রী। কিন্তু তবুও শেষরক্ষা হয় না।

প্রকাশ হয়েই পড়ে অজয় টাবুর পরকীয়া সম্পর্ক। তাও আবার কাজলের কাছেই। স্বামীর ফোন হাতে পেতেই লুকনো সম্পর্ক ধরে ফেলেন অভিনেত্রী। তবে কি আবারো একটা সংসার ভাঙার পথে বলিউডে? টাবুর জন্য কি শেষমেষ আলাদা হয়ে যাবেন অজয় কাজল?

আজ্ঞে না, এমন কিছুই ঘটার কোনো সম্ভাবনাই নেই। আসলে এই পুরো পরিস্থিতিটাই এক মহিলার মস্তিষ্কপ্রসূত। গোটা ঘটনাটা স্বপ্নে দেখে সেটা নিয়ে টুইট করেন তিনি আর তারপরেই তা ভাইরাল। অনেকে মন্তব্য করেছেন, এই স্বপ্ন দিয়ে আস্ত এক বলিউড সিনেমা তৈরি করে ফেলা যাবে।

তবে অজয়ের জন্যই যে আজো অবিবাহিত থাকতে হয়েছে টাবুকে সেকথা সত্যি। এই বিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ও অজয় একই সঙ্গে বড় হয়েছেন মুম্বইয়ের জুহুতে। অভিনেত্রীর দাদার বন্ধু ছিলেন অজয়। আগে তাঁর তুতো ভাই সমীর আর্য ও অজয় অভিনেত্রীকে নিয়ে খুবই সতর্ক ছিলেন। কোনো ছেলেকেই তাঁর কাছে আসতে দিতেন না। এমনকি কোনো ছেলে আগ্রহ দেখালে তাঁকে মারধোর করারও ভয় দেখাতেন দুজন। টাবু মজা করে বলেছিলেন, এইজন্যই এখনো তিনি সিঙ্গেল রয়ে গিয়েছেন।

সম্পর্কিত খবর

X