ফুটবল খেলতে গিয়ে মাঠেই ভেঙেছিলেন পা! আজ জটিল অস্ত্রোপচার দুঁদে নেতা কুণালের
বাংলা হান্ট ডেস্কঃ শনিবার প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের (Football) ফাইনালে খেলতে নামেন তৃণমূল (TMC) মুখপাত্র। খেলার ময়দানেই ঘটে দুর্ঘটনা। পা ভাঙেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, পায়ের হাড় ভেঙেছে কুণালের। পরে পরীক্ষায় জানা যায় বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে কুণালের। তিনি নিজেই সোশাল মিডিয়ায় … Read more