উন্নাও মামলায় দশ বছরের সাজা ঘোষণা হল বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং-এর
উন্নাও ধর্ষণকাণ্ডের শিকার হওয়া তরুনীর বাবার মৃত্যুর মামলার সাজা শোনানো হয়েছে। এই কাণ্ডে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারসহ সাতজনকেই দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের জন্য ১০ লাখ টাকা জরিমানাও করেছে দিল্লির তিস হাজারী আদালত । আদালত জরিমানার পরিমাণ ক্ষতিগ্রস্থকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।আদালত জানিয়েছেন ধর্ষণের শিকার হওয়া ওই তরুনীর বাবাকে এত খারাপভাবে মারধর করার … Read more