পাগরিধারী IPS-কে ‘খালিস্তানি’, জানেন কে এই জশপ্রীত সিং? মাথা ঘুরিয়ে দেবে তার পরিচয়
বাংলা হান্ট ডেস্কঃ ‘খলিস্তানি’ মন্তব্য নিয়েই সরগরম বঙ্গ রাজনীতি। ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। জানুয়ারির পর চলতি মাসের শুরুতে ফের জ্বলে ওঠে সন্দেশখালি। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বাধা দেয় রাজ্য পুলিশ। হাই কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও বারংবার বাধা দেওয়ায় এদিন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু, অগ্নিমিত্রারা। সেই সময় … Read more