বাথরুমে রাখা ছিল গোপন ক্যামেরা! জানাজানি হতেই সিল করা হল পাকিস্তানের স্কুল
বাংলাহান্ট ডেস্কঃ হীন মানসিকতার চূড়ান্ত সীমা পার করে গেল পাকিস্তান (pakistan)। প্রকাশ্যে এল স্কুলের ওয়াশরুমে গোপন ক্যামেরা রাখার খবর। যার পরবর্তীতে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে গোটা স্কুল চত্বরে। এই বিষয়ে সামনে আসার পরই ওই বেসরকারি স্কুলের রেজিস্ট্রেশন বাতিল করে দেয় সিন্ধু শিক্ষা দফতর। সেইসঙ্গে সিল করে দেওয়া হয় স্কুল বিল্ডিংও। সূত্রের খবর, পাকিস্তানের সাফোরা গোঠের … Read more